Advertisment

RG Kar Case: আন্দোলনকারী চিকিৎসকদের নজিরবিহীন হুঁশিয়ারি! TMC MP অরূপ চক্রবর্তীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে

RG Kar Incident: শুধু অরূপ চক্রবর্তীই নন, এর আগেও আরজি কর কাণ্ডে শাসক-বিরোধী বিক্ষোভ নিয়ে পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। তাঁদের কথায় উঠে এসেছিল বাংলাদেশ প্রসঙ্গও।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC MP Arup Chakraborty targets doctors on strike, আরজি কর, অরূপ চক্রবর্তী

TMC MP Arup Chakraborty: তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।

TMC MP Arup Chakraborty on Junior Doctors: আরজি কর কাণ্ডের প্রতিবাদে একটানা আন্দোলনে চিকিৎসক সমাজের একটি বড় অংশ। এবার সেই আন্দোলনরত চিকিৎসকদেরই নজিরবিহীন হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর।

Advertisment

বাঁকুড়ায় একটি প্রতিবাদ সভায় হাজির হয়েছিলেন তৃণমূলের এই সাংসদ। সেখানেই আন্দোলনরত চিকিৎসকদের মারাত্মক হুঁশিয়ারি দেন তিনি।

আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়ে সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, “আন্দোলনের নামে, আপনি বাড়ি যেতে পারেন বা আপনার প্রেমিকের সঙ্গে ঘুরতে পারেন। যদি আপনার ধর্মঘটের কারণে একজন রোগী মারা যায় এবং জনগণের ক্ষোভ আপনার উপরে পড়ে, আমরা আপনাকে বাঁচাতে পারব না। ডাক্তাররা ধর্মঘট করছেন। ধর্মঘটের নামে তারা বাইরে গেলে এবং মানুষ চিকিৎসা না পেলে স্বাভাবিকভাবেই তাদের ওপর ক্ষোভ পড়বে। আমরা তাদের বাঁচাতে পারব না।"

আরও পড়ুন- Rg Kar Case-Suvendu Adhikari: ‘শুধু নবান্ন অভিযানের ডাকটা দিন, বাকিটা আমরা করে নেব’, নির্যাতিতার বাবাকে আর্জি শুভেন্দুর

আরও পড়ুন- RG Kar Case: হঠাৎ কোন তথ্য CBI-কে দিতে ছুটে গেলেন কুণাল ঘোষ?

শুধু অরূপ চক্রবর্তীই নন, এর আগেও আরজি কর কাণ্ডে শাসক-বিরোধী বিক্ষোভ নিয়ে পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। তাঁদের কথায় উঠে এসেছিল বাংলাদেশ প্রসঙ্গও। উদয়ন গুহ বলেছিলেন, "এই ঘটনায় যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যাঁরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে গালাগালি করছেন, আঙুল তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। নাহলে এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করার চেষ্টা করবে।"

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের অভিনব প্রতিবাদ, নজিরবিহীন সিদ্ধান্ত চিকিৎসকদের

তিনি আরও বলেন, "ওঁরা জানে না যে হাসিনা যে ভুল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না। তিনি করেনওনি। আর জি কর মেডিক্যাল কলেজে ওই ভাবে ভাঙচুর করার পরেও পুলিশ গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না। তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে বাংলাকে বাংলাদেশ করতে দেবে না।"

আরও পড়ুন- Sukhendu Sekhar Roy: দমবার পাত্র নন সুখেন্দুশেখর! ফুটবল সমর্থকদের উপর পুলিশি সক্রিয়তায় তেড়েফুঁড়ে সোচ্চার সাংসদ

একইভাবে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলেন, “কিছু লোক মনে করে যে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও কিছু লোক গান গাইবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পতন করা হবে। সেটা এখানে সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস এখন যে শিল্পীরা গান গাইছে তাদের বয়কট করবে, তাহলে তারা কী করবে?"

RG Kar Medical College Udayan Guha Arup Chakraborty Doctors Death
Advertisment