Advertisment

Abhijit Vs Kalyan: 'অপদার্থ-শয়তান- ওঁর চোখে ভগবান শুভেন্দু…',অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ কল্যাণের

রাজনীতির 'পাঁকে' প্রাক্তন বিচারপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC MP Kalyan Banerjee attacke Former Justice Abhijit Ganguly, 'অপদার্থ-শয়তান- ওঁর চোখে ভগবান শুভেন্দু...',অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ কল্যাণের

TMC VS BJP: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Former Justice Abhijit Ganguly: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জ্ঞান, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাফ বলেন, '৫৬ বছর বয়সে কোনও আইনজীবী যদি জজ হন, তাহলে বুঝতেই পারছেন ওঁর জ্ঞান কতটা। ওঁর কিছু বন্ধু ছিলেন, তাঁরাই কলেজিয়ামে ওঁর নাম সুপারিশ করেছিলেন।' অভিজিৎবাবুকে 'অপদার্থ' বলে তোপ দাগেন তিনি। স্পষ্ট করে বলেন যে, 'অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এমন কোনও মামলা নেই, যার জাজমেন্ট রিপোর্টে রয়েছে। অপদার্থ বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক ফায়দা তুললে যা ইচ্ছা তাই করেছেন।'

Advertisment

তৃণণূল সাংসদের কথায়, 'হাইকোর্টের মর্যাদা নষ্ট করেছেন বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উনি কারও সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতেন না। কয়েকজন উকিলেরই শুধু মামলা শুনতেন। সেই উকিলরা কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন। ওঁর পরিচয় কেউ কিছু জানে না। মাথা নীচু করে করিডরে যখন প্র্যাকটিস করত তখন রাজ্য সরকারের দু চারটে মামলা ছাড়া আর কিছু ছিল না। তবে সিপিএমের একেবারে পায়ে ধরা লোক ছিলসিপিএমের হাত ধরে সামনে আসার চেষ্টা করেছিলেন উনি। আজ বিজেপিতে যাচ্ছেন। ওঁর রুচিজ্ঞান সম্পর্কে সন্দেহ আছে। ওঁর ভিতরটা লাল আর বাইরেটা গৈরিক। পুরো খোরমুজ।'

তার আগে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এদিন নিশান করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, 'কুরুচিকর মন্তব্য করার জন্যই উনি পরিচিত। কোন পরিবার থেকে এসেছেন?'

tmc bjp Calcutta High Court CPIM Kalyan Banerjee justice abhijit ganguly
Advertisment