RG Kar Incident: এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামতে দেখা গেল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সোমবার কলকাতা হাইকোর্ট চত্বরে আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিশাল একটি মিছিল বের করেন আইনজীবীরা। সেই প্রতিবাদ মিছিলেই হাঁটতে দেখা গিয়েছে তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। মারাত্মক এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসকদল তৃণমূলের অন্দরেও জলঘোলা তুঙ্গে। ইতিমধ্যেই দলের বর্ষীয়ান সাংসদ সুখেন্দুশেখর রায় আরজি কর ইস্যুতে দলের লাইনের উল্টো পথে হেঁটে জোড়াফুলের শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন হয়েছেন। সুখেন্দুশেখর রায়ের তীব্র সমালোচনায় সরব হয়েছেন কুণাল ঘোষ। এমনকী লালবাজারে পর্যন্ত তলব করা হয়েছে সুখেন্দুশেখর রায়কে। তারও আগে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে মুখ খুলতে দেখা গিয়েছিল তৃণমূলের চিকিৎসক-নেতা শান্তনু সেনকে।
উল্লেখ্য, আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল পরিস্থিতি বাংলায়। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তুমুল প্রতিবাদে সোচ্চার বিরোধীরা। আজই আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের কথা শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। তবে এবার নবান্ন অভিযানের ডাক দিন নির্যাতিতা তরুণীর বাবা, এমনই চাইছেন নন্দীগ্রামের BJP বিধায়ক শুভেন্দু অধিকারী।
এই প্রসঙ্গে তিনি এদিন বলেন, “নির্যাতিতার বাবা শুধু একবার ডাক দিন যে নবান্ন অভিযান হবে। তারপর বাকিটা আমরা করে নেব। ওনাকে মিছিলে হাটতে হবে না। BJP, CPM সব রাজনৈতিক দলেরই কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে। তাই আমরা নিজে থেকে কোনও পদক্ষেপ করতে পারছি না। শুধু নির্যাতিতার বাবা একবার যদি নবান্ন অভিযানের ডাক দেন সবাই বেরিয়ে আসবে। তাঁকে আসতে হবে না। তিনি বয়স্ক মানুষ। জাতীয় পতাকা নিয়ে একবার শুধু ডাকটা দিয়ে দিন। বাকিটা আমরা করে নেব।”
আরও পড়ুন- RG Kar Case: হঠাৎ কোন তথ্য CBI-কে দিতে ছুটে গেলেন কুণাল ঘোষ?