ফ্ল্যাট প্রতারণা মামলায় আজ ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। এদিন একটানা প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বাড়ি ঢোকার আগে সটান মন্দিরে নুসরত। পুজো দিয়ে ফিরলেন বাড়ি। সেখানেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্দিরে যাওয়ার প্রকৃত কারণ জানালেন অভিনেত্রী।
প্রায়ই যান মন্দিরে? নাকি এবার যাওয়া শুরু করলেন? কী বললেন নুসরত?
এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বাড়ি ঢোকার আগে একটি মন্দিরে যান নুসরত জাহান। তাঁর বাড়ির কাছেই রয়েছে ওই মন্দিরটি। মন্দিরে ঢোকার পর মেঝেতে বসে পড়েন নুসরত। মন্দিরের পুরোহিতের হাতে পুজোর সামগ্রী তুলে দেন অভিনেত্রী। পুজো দেওয়া হয়ে গেলে সেই প্রসাদ তিনি উপস্থিত প্রত্যেককে বিলি করেন।
আরও পড়ুন- ৬ ঘন্টা পর ইডি দফতর ছাড়লেন নুসরত, কী বললেন?
পরে মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের তৃণমূল সাংসদ বলেন, "এবার বাড়ি যাব, বাড়িতে সবাই অপেক্ষা করছে। মন্দিরে আসা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "শনি ও মঙ্গলবার এমনিতেই আসি। কেউ না থাকলেও আসতাম। অন্য কোনওদিনও দেখতে পেতে।" ইডির জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে অভিনেত্রীর উত্তর, "সব প্রশ্নের উত্তর দিয়েছি। আবার ডাকলে আবারও যাব। আমি সব নথিও দিয়েছি। সবরকমভাবে সহযোগিতা করেছি।"
আরও পড়ুন- ‘মারাত্মক তথ্য’ পেয়েই নারদে গা ঝাড়া CBI-এর? তড়িঘড়ি তলব ম্যাথু স্যামুয়েলকে
উল্লেখ্য, ফ্ল্যাট প্রতারণা মামলায় মঙ্গলবার ইডি তলব করেছিল বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানকে। এদিন সকাল ১০.৪৩ মিনিটে ইডির দফতের পৌঁছে যান নুসরত। তারপর থেকে টানা জিজ্ঞাসাবাদ চলে অভিনেত্রীকে। ইডি সূত্রের খবর, দুটি পর্বে নুসরতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীদের চোখা-চোখা প্রশ্ন সামলাতে হয়েছে সাংসদকে।