Advertisment

কোটি-কোটি টাকার প্রতারণা, ইডি ডাকতেই কী বলে ফেললেন নুসরত?

প্রতারণা কাণ্ডে তাঁর নাম জড়ানোর পর থেকে অস্বস্তি বেড়েই চলেছে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের।

author-image
IE Bangla Web Desk
New Update
nusarat jahan flat fraud case alipore judges court , নুসরত জাহান ফ্ল্যাট প্রতারণা মামলা আদালতে সশরীরে হাজিরা আলিপুর জজ কোর্ট

বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান।

প্রতারণা কাণ্ডে তাঁর নাম জড়ানোর পর থেকে অস্বস্তি বেড়েই চলেছে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের। তাঁর বিরুদ্ধে কোটি-কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ফ্ল্যাট দেওয়ার নামে কাঁড়ি-কাঁড়ি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ বসিরহাটের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ইডি, এমনই দাবি সূত্রের। সেই ইস্যুতেই নুসরত জানালেন, নোটিশ পেয়েছেন কিনা এখনও তিনি এব্যাপারে নিশ্চিত নন। এছাড়াও আরও কী কী বললেন অভিনেত্রী?

Advertisment

ফ্ল্যাট দেওয়ার নামে অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন সরকারি কর্মচারীর কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ। যে সংস্থা এই টাকা তুলেছিল তাঁদের ডিরেক্টর ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। অভিযোগ, কয়েক কোটি টাকা তোলা হলেও ফ্ল্যাট দেওয়া হয়নি। এমনকী টাকা ফেরত চাইলেও তা মেলেনি বলে দাবি প্রতারিতদের। তাঁদের আরও দাবি, তাঁরা টাকা দিয়ে ফ্ল্যাট না পেলেও ওই সংস্থার ডিরেক্টর নুসরত তাঁদের টাকা দিয়েই বহুমূল্যের ফ্ল্যাট কিনেছেন।

আরও পড়ুন- হঠাৎ রাতে শ্বশুরবাড়িতে যুবক, ঢুকতেই নতুন জামাইকে কেন শিকলে বাঁধলেন শ্বশুর?

এরই ভিত্তেত দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নুসরত জাহানকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পায়িয়েছে বলে সূত্রের খবর। তাঁকে ইডির নোটিশ পাঠানো সম্পর্কে নুসরত এদিন বলেন, ''সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম। তাই এখনও চেক করিনি। এরকম কিছু হলে আমি নিশ্চয়ই তদন্তে সহযোগিতা করব।"

আরও পড়ুন- ‘ষোলো আনার পাঠশালা’, অবসরপ্রাপ্ত শিক্ষকের অসামান্য কীর্তিতে গর্বের শেষ নেই এলাকাবাসীর

নুসরতের বিরুদ্ধে আর্থিক এই প্রতারণার অভিযোগ উঠতেই অভিনেত্রী নিজে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছিলেন। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনে বেশ কিছু যুক্তিও খাড়া করেছিলেন তিনি। যদিও সেই প্রেস কনফারেন্সেই সাংবাদিকদের চোখা চোখা প্রশ্নের উত্তরে মেজাজ হারাতেও দেখা গিয়েছিল তাঁকে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদে ডেকে পাঠাল ইডি, দাবি সূত্রের।

West Bengal Nusrat Jahan ED TMC MP
Advertisment