Advertisment

মোদীর ঘোষণায় 'রাজনীতি' দেখছে তৃণমূল, কঠিন পদক্ষেপ সাংসদের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূল সাংসদের।

author-image
IE Bangla Web Desk
New Update
reasons why BJPs Lok Sabha polls aim now higher

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বছর ঘুরলেই লোকসভা ভোট। তারও আগে রয়েছে ছত্তীশগড়-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। ছত্তীশগড়ের নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ বছরের জন্য দেশের ৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন বিলির ঘোষণা করেছেন। নির্বাচনী জনসভায় মোদীর এই ঘোষণায় 'রাজনীতি' দেখছে তৃণমূল। ৫ রাজ্যের নির্বাচনে ফায়দা নিতেই মোদীর এই ঘোষণা বলে মনে করছে বাংলার শাসকদল। এরই পরিপ্রেক্ষিতে এবার কঠিন পদক্ষেপ করেছেন দলেরই রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে।

Advertisment

কী করেছেন সাকেত?

তৃণমূলের রাজ্যসভার এই সাংসদ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছেন। অবিলম্বে অভিযোগ খতিয়ে দেখে নির্বাচন কমিশন যাতে উপযুক্ত পদক্ষেপ করে সেই আর্জিও জানিয়েছেন সাকেত।

পরে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী মোদী গতকাল বিনামূল্যে রেশন কর্মসূচির মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়ানোর ঘোষণা করেছেন। এটি একটি নীতিগত সিদ্ধান্ত। যা যে কোনও সময় ঘোষণা করা যেতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী ছত্তিশগড়ের বিজেপির একটি নির্বাচনী সমাবেশকেই এটি ঘোষণা করতে বেছে নিয়েছিলেন। নির্বাচন কমিশনের নিয়মে বলা হয়েছে যে নির্বাচনকালীন সময়ে একজন মন্ত্রীর এই ধরনের ঘোষণা ভোটারদের উপর অন্যায্য প্রভাব ফেলার সামিল। আমি ইসিআই-এর কাছে একটি অভিযোগ দায়ের করেছি। যাতে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রধানমন্ত্রী মোদীর এই মরিয়া ও নির্লজ্জ পদক্ষেপের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ করা হয়।"

আরও পড়ুন- দুপুরে যাবেন ইডেনে, ভোর-ভোর বেরিয়ে তৃণমূলকে ধুলেন দিলীপ! যা বললেন…

উল্লেখ্য, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের আওতায় দেশের মানুষকে বিমামূল্যে রেশন
দেওয়ার জন্য বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পের আওতায় এবার আরও ৫ বছর বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘোষণার পাশাপাশি ছত্তীশগড়ের ওই নির্বাচনী সভা থেক কংগ্রেসকেও প্রবল আক্রমণ শানিয়েছেন বিজেপির প্রধান সেনাপতি। মোদীর অভিযোগ, কেন্দ্রের প্রকল্পের সুবিধা থেকে ছত্তীশগড়ের বাসিন্দাদের বঞ্চিত করেছে সেখানকার কংগ্রেস সরকার।

tmc bjp PM Narendra Modi West Bengal Saket Gokhale
Advertisment