সিবিআই হেফাজতে মৃত লালন শেখের পরিবারের পাশে বীরভূমের তৃণমূলের সাংসদ শতাব্দী রায়। লালনের স্ত্রীর সঙ্গে দেখা করেছেন তৃণমূলের এই তারকা সাংসদ। লালন মৃত্যুতে সিবিআইকে কাঠগড়ায় তুলে সোচ্চার তৃণমূল সাংসদ। 'এর জন্য যত দূর যেতে হয় যাব', কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তুলোধনা করে এদিন মন্তব্য শতাব্দী রায়ের। লালন মৃত্যু নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যেপাধ্যায়ের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন সাংসদ।
রামপুরহাটের বগটুই গ্রামে ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত ছিল লালন শেখ। নৃশংস ওই হত্যালীলার পরপরই গা ঢাকা দেয় লালন। শেষমেশ ৯ মাস পর লালনকে গ্রেফতার করে সিবিআই। বোলপুরের অস্থায়ী ক্যাম্পে সিবিআই হেফাজতে রাখা হয়েছিল লালন শেখকে। তবে কেন্দ্রের তদন্ত সংস্থার হেফাজতে থাকাকালীনই মৃত্যু হয় লালনের। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে লালন, এমনই দাবি সিবিআইয়ের। যদিও লালনের পরিবারের অভিযোগ, তাকে খুন করেছে সিবিআই।
আরও পড়ুন- আজ ‘ছাড়’ তৃণমূলকে, ফুটবল জ্বরে কাঁপছেন দিলীপও, আর্জেন্তিনা না ফ্রান্স? কাকে সমর্থন?
এদিন লালনের পরিবারে সঙ্গে দেখা করতে যান বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি এদিন বলেন, ''এর জন্য যত দূবর যেতে হয় যাব। দিদি ও অভিষেকর সঙ্গেও এব্যাপারে কথা বলব। আমি এই পরিবারের পাশে আছি।'' লালন মৃত্যুতে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে কাঠগড়ায় আগেই সোচ্চার হয়েছিলেন তৃণমূলনেত্রী নিজেও। পরে নবান্নের নির্দেশে লালন মৃত্যুর তদন্তভার হাতে নেয় সিআইডি।
আরও পড়ুন- তৃণমূলকে ডিসেম্বর হুঁশিয়ারি, আসলে কী কনকনে ঠান্ডায় বিজেপির কাঁপুনি রুখলেন শুভেন্দু?
লালন শেখের মৃত্যুর তদন্তে নেমে সিবিআইকে নোটিশ পাঠিয়েছে রাজ্যের তদন্ত সংস্থা সিআইডি। সিবিআই হেফাজতে লালন-মৃত্যুর বিস্তারিত তথ্য জানতে চায় রাজ্যের তদন্ত সংস্থা। লালনের ঝুলন্ত দেহ প্রথম সিবিআইয়ের কোন কর্মী দেখেছিলেন? তারপর কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? এই সব তথ্য জানতে চেয়ে এবার কেন্দ্রের তদন্ত সংস্থাকেও নোটিশ ধরিয়েছে রাজ্যের তদন্তকারী সংস্থা।
উল্টোদিকে, সিবিআইয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে রামপুরহাট থানায় এফআইআর দায়ের করেছেন লালনের স্ত্রী রেশমা শেখ। তার অভিযোগ, সিবিআই তাদের বাড়ি সিল করে দিয়েছিল। পরে সেই বাড়ি খুললে দেখা গিয়েছে সেখান থেকে অনেক মূল্যবান জিনিস গায়েব হয়ে গিয়েছে।
আরও পড়ুন- ‘চুরি করেছে CBI’, অভিযোগ লালনের স্ত্রীর, কেন্দ্রের সংস্থার বিরুদ্ধে বেনজির পদক্ষেপ CID-র