Advertisment

শুভেন্দুকে চটি দিয়ে মার! তৃণমূল সাংসদ সৌগত রায়ের বেলাগাম নিদানে তোলপাড়

রাজনীতিতে কুকথার তালিকায় ক্রমশ যেন নিজের নাম পোক্ত করছেন অধ্যাপক সৌগত রায়।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc mp saugata roy said subhendu adhikari should be beaten by sandal , শুভেন্দুকে চপেটাঘাত! তৃণমূল সাংসদ সৌগত রায়ের বেলাগাম নিদানে তোলপাড়

শুভেন্দু অধিকারী, সৌগত রায়

তিনি অধ্যাপক, রাজ্যের শাসক দলের বর্ষীয়ান সাংসদ। কিন্তু, রাজনীতিতে কুকথার তালিকায় ক্রমশ নিজের নাম পোক্ত করছেন সৌগত রায়। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চপেটাঘাতের নিদান দিলেন দমদমের তৃণমূল সাংসদ। বুধবার বরাহনগর নবজোয়ার যাত্রার প্রস্তুতি সভা ছিল। সেখানেই সৌগত রায় বলেন, 'শুভেন্দু বলছে, করমণ্ডল দুর্ঘটনার পিছনে তৃণমূল! ওঁর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কোথায় বালেশ্বর, অন্য রাজ্যে গিয়ে তৃণমূল অন্তর্ঘাত করবে? বয়স কম হলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম।'

Advertisment

দমদমের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় যখন এই নিদান দিচ্ছেন তখন সেই মঞ্চেই হাজির ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষরা।

কী বলেছিলেন শুভেন্দু অধিকারী?

গত শুক্রবার বলেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে। যা ভারতীয় রেলের ইতিহাসে এখনও পর্যন্ত সর্ববৃহৎ দুর্ঘটনা। ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮০ জনের বেশি, আহত হাজারের বেশি। বনিহত ও আহতদের মধ্যে বেশিরভাগই বাংলার। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সিবিআই তদন্ত শুরু করেছে। যা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলো। দুর্ঘটনার কারণ নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। এসবের মধ্যেই রাজ্যের বিরোদী দলনেতার দাবি ছিল, বালেশ্বরে রেল দুর্ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। তাই সিবিআই তদন্তে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল।

সৌগত রায়ের নিদান নিয়ে কী বলছে তৃণমূল?

দলের দমদমের সাংসদের মন্তব্য প্রসঙ্গে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। দলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সাফাই, 'সৌগতবাবু উত্তেজনার বশে বলে ফেলেছেন হয়তো। এই বহুদলীয় গণতন্ত্রে তৃণমূল এধরনের মন্তব্যকে সমর্থন করে না। হিংসার পথে চলে না তৃণমূল।'

এটাই তৃণমূলের সংস্কৃতি বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। গেরুয়া দলের নেতা রাহুল সিনহা বলেছেন, 'একজন অধ্য়াপকের মুখে ভাষা শুনলে লজ্জা লাগে। আসলে তৃণমূলের পচা পুকুরে নামলে এইসব কুকথা বলাই অভ্যাসে পরিণত হয়।'

আরও পড়ুন- ‘ঘন-ঘন বিদেশে কেন?’ ED-র ঘরে গরম-গরম প্রশ্নের মুখে পড়তে পারেন রুজিরা

Sougata Roy Suvendu Adhikari coromandel express accident bjp tmc
Advertisment