আবারও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। টুইটে রাহুলকে 'ইয়ুথ আইকন' বলেও সম্বোধন 'বিহারীবাবু'র। রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদে রাহুল গান্ধীর দেওয়া বক্তব্য অন্যতম সেরা বলেও মনে করেন আসানসোলের তৃণমূল সাংসদ। যদিও জোড়াফুলের এই তারকা সাংসদের রাহুল সম্পর্কে এমন মনোভাবে খুশি নন তাঁরই দলের নেতারা। রাহুল সম্পর্কে শত্রুঘ্ন সিনহা ব্যক্তিগত মত প্রকাশ করেছেন বলে মনে করেন দলেরই এক সাংসদ।
ফের একবার রাহুল গান্ধীর দরাজ প্রশংসায় শত্রুঘ্ন সিনহা। এর আগে রাহুলের নেতৃত্বে দেশ জুড়ে চলা 'ভারত জোড়ো যাত্রা'র ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল শত্রুঘ্ন সিনহার মুখে। এবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর রাহুলের দেওয়া জবাবি ভাষণ তাঁর সেরা ভাষণগুলির মধ্যে অন্যতম বলেও মনে করেন তিনি। এরই পাশাপাশি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কড়া সমালোচনা করেছেন তৃণমূলের এই তারকা সাংসদ।
টুইটে শত্রুঘ্ন সিনহা লিখেছেন, 'আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনেছি। নরেন্দ্র মোদী সংসদে তাঁর দেড় ঘণ্টার দীর্ঘ বক্তৃতায় দুর্ভাগ্যজনকভাবেই ইয়ুথ আইকন রাহুল গান্ধীর করা কোনও প্রশ্নের উত্তর দেননি। মানুষ রাহুল গান্ধীর প্রশংসা করছেন। বলা হচ্ছে যে এটি সংসদে তাঁর সেরা ভাষণগুলির অন্যতম।'
আরও পড়ুন- ‘এবার মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর পালা আসছে’, বিরাট ইঙ্গিতে বাংলা কাঁপালেন সুকান্ত
এদিকে রাহুল গান্ধীকে নিয়ে ফের একবার শত্রুঘ্ন সিংহার এমন প্রশংসা সূচক মন্তব্যে খুশি নন তৃণমূলের অন্য নেতারা। দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এদিন একটি সংবাদমাধ্যমে বলেন, 'এটা তাঁর ব্যক্তিগত মত। এটা দলের মত নয়। কংগ্রেসের নিজস্ব কর্মসূচি হল ভারত জোড়ো যাত্রা। কংগ্রেসের উচিত আগে নিজেদের দলটাকে জোড়া। বিভিন্ন রাজ্যে বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্চেন কংগ্রেসের জনপ্রতিনিধিরা।'
আরও পড়ুন- পারদ পতনে শীতের কামব্যাক, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা