Advertisment

Sandeshkhali: সন্দেশখালি নিয়ে মারাত্মক কথা বলে ফেললেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ! তুমুল বিতর্ক

Sougata Roy on Sandeshkhali: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে সন্দেশখালির আন্দোলন-বিক্ষোভ নিয়ে বেজায় ফাঁপড়ে শাসকদল তৃণমূল। বিরোধী বিজেপি থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে ফি দিন রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হচ্ছে। ইতিমধ্যেই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সরদাররা গ্রেফতার হয়েছে। সন্দেশখালি নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতারাও রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে ফি দিন সুর চড়াচ্ছে। এবার সন্দেশাকলি ঘটনা নিয়ে আজব দাবি তৃণমূলেরই এক বর্ষীয়ান সাংসদের।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc mp sougata roy on sandeshkhali issue

বর্ষীয়ান তৃণমূল সাংসদের বক্তব্যে তোলপাড়।

Sandeshkhali: এবার সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা নিয়ে তৃণমূলের বর্ষীয়ান সাংসদের মন্তব্য ঘিরে তুমুল শোরগোল। নিজের আগের বক্তব্য থেকে কার্যত ৩৬০ ডিগ্রি ঘুরে নয়া মন্তব্যে বিতর্কের জন্ম দিলেন দমদমের তৃণমূলের বিদায়ী সাংসদ সৌগত রায় (Sougata Roy)। একটি অনুষ্ঠান মঞ্চে সন্দেশখালি ইস্যুতে সৌগত রায়ের বেশ কিছু বক্তব্যের ভিডিও রীতিমতো ভাইরাল (Viral) হয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

Advertisment

কী বলেছেন সৌগত রায়?

"সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের প্রমাণ মেলেনি। শেখ শাহজাহানদের (Sheikh Shahjahan) ইডি-সিবিআই (ED-CBI) গ্রেফতার করেনি। পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেফতার করেছে। সন্দেশখালিতে কিছু ঘটে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুলিশই গ্রেফতার করেছে। শিবু, উত্তমদের রাজ্য পুলিশ গ্রেফতার করেছে।"

আরও পড়ুন- Vistadome Train: পুরী যাচ্ছেন? পর্যটকদের জন্যই দুরন্ত বন্দোবস্ত! অভূতপূর্ব উদ্যোগে বেড়ানোর ফাটাফাটি অভিজ্ঞতা হবে

উল্লেখ্য, এর আগে সন্দেশখালির ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা। সেই সময়ে সন্দেশখালির ঘটনার দায় কিছুটা সংবাদমাধ্যমের উপরেই চাপিয়েছিলেন তিনি। সন্দেশখালির ঘটনা সংবাদমাধ্যমের তৈরি করা 'কাহিনী' বলেও মন্তব্য করেছিলেন সৌগত রায়।

তবে এবার নিজেরই করা আগের সেই মন্তব্য থেকে কার্যত ৩৬০ ডিগ্রি ঘুরে নতুন মন্তব্য শোনা গেল সৌগত রায়ের মুখে। ইতিমধ্যেই সন্দেশখালির ঘটনায় ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান-সহ বেশ কিছু তৃণমূল নেতা। যদিও শসকদলেরই নেতা সৌগত রায়ের দাবি, সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের প্রমাণই মেলেনি।

Sougata Roy Sandeshkhali loksabha election 2024 sheikh shahjahan tmc
Advertisment