/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/rg-kar-3.jpg)
RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হতে চান তৃণমূল সাংসদ।
RG Kar Medical College And Hospital Incident: বুধবার 'মেয়েরা রাতের দখল নাও' অভিযানে শামিল হওয়ার বার্তা এবার তৃণমূল সাংসদেরও। শাসকদলেরই দাপুটে সাংসদদের ঘোষণায় জোড়া ফুলের অন্তরে তোলপাড় পড়ে গিয়েছে। গতকালই আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ রাতে রাজ্যজুড়ে মেয়েদের এই অভিনব মধ্যরাত দখলের কর্মসূচি নিয়ে সিপিএমকে নিশানা করে তবু দেখেছিলেন কুনাল ঘোষ।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ এক্স হ্যান্ডলে লিখেছেন, "আমিও বুধবার প্রতিবাদকারীদের সাথে যোগ দিতে যাচ্ছি। কেন না লক্ষ লক্ষ বাঙালির মতো আমারও একটি কন্যা এবং ছোট নাতনি রয়েছে। আমাদের অবশ্যই এব্যাপারে সোচ্চার হতে হবে। নারীর প্রতি নিষ্ঠুরতা অনেক হয়েছে। আসুন একসাথে প্রতিরোধ করি। যাই হোক না কেন।"
উল্লেখ্য, আরজি কর (RG Kar Case) মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল রাজ্য। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ বুধবার ১৪ আগস্ট, ‘মেয়েরা রাতের দখল নাও’ শীর্ষক অভিযানের ডাক সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ ট্রেন্ডিং। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ‘মেয়েরা রাত দখল করো’ শীর্ষক ক্যাম্পেন চলছে জোর গতিতে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এমন অভিনব ক্যাম্পেন নিয়ে সিপিএমকে বিঁধেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
Tomorrow I am going to join the protesters particularly because I’ve a daughter and little granddaughter like millions of Bengali families. We must rise to the occasion. Enough of cruelty against women. Let’s resist together. Come what may.
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) August 13, 2024
আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, ‘মেয়েরা রাতের দখল নাও’ ক্যাম্পেন, CPM-কে তুলোধনা কুণালের
এক্স হ্যান্ডলে সিপিএমকে নিশানা করে কুণাল লিখেছেন, “সিপিএমের বিপ্লবীরা আগে বর্ণালী দত্ত, ডাঃ অনিতা দেওয়ান, তাপসী মালিক, ধানতলা, নন্দীগ্রামের হিসেব দিক। আর রাতের জমায়েত? রোজ রাত আর ভোরে এই বাংলায় অসংখ্য মা, বোন যাতায়াত করেন। গ্রাম থেকে স্টেশন, রেল ধরে শহর। কতরকম কাজ। দেখুন। বুঝুন। রাত জমায়েতের নাটক দরকার নেই।” এই আবহে সুখেন্দুশেখর রায়ের মতো তৃণমূলেরই এমন প্রবীণ সাংসদের 'মেয়েদের রাত দখলের' ক্যাম্পেনকে খুল্লামখুল্লা সমর্থন ও তাতে সামিল হওয়ার বার্তায় জলঘোলা বাড়ছে শাসকদলের অন্দরেই।
আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, বুধবার রাজ্যের সব হাসপাতালে আউটডোর বন্ধের ডাক