Advertisment

মমতাকে 'ঠুমকা' খোঁচা! গিরিরাজের 'মুণ্ডপাত' করে দিল্লিতে ঝাঁঝালো প্রতিবাদ তৃণমূলের

ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে সলমন খানদের সঙ্গে নাচের তালে পা মেলানোয় মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC MPs dharna demanding Giriraj Singhs resignation for insulting Mamata Banerjee

ছবির বাঁদিকে ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে সলমন খানের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডানদিকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাটদের সঙ্গে নাচের তালে পা মেলানোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হয়েছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং। গিরিরাজ সিংয়ের মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি হয়েছে বলে মনে করে তৃণমূল। বৃহস্পতিবার সংসদের বাইরে গিরিরাজ সিংহের পদত্যাগ দাবি করে সোচ্চার জোড়াফুলের মহিলা সংসদরা।

Advertisment

মুখ্যমন্ত্রীকে বেনজির কটাক্ষের পাল্টা এবার তৃণমূলও। বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় সামিল তৃণমূলের ৬ মহিলা সংসদ। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের পদত্যাগ দাবি তৃণমূল সাংসদদের। তাঁর মন্তব্যের জেরে গিরিরাজকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তৃণমূলের। হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, শতাব্দী রায়, মৌসম বেনজির নূর, প্রতিমা মণ্ডল, মালা রায়রা।

এদিন তৃণমূল সাংসদ মৌসম বেনজির নূর বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। ওঁর সম্মানহানি করা হয়েছে। গিরিরাজ সিং আমাদের নেত্রীকে অসম্মান করেছেন। ওঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। ওঁর মন্ত্রিসভায় থাকার যোগ্যতা নেই।" তৃণমূলের আর এক সাংসদ মালা রায় বলেন, "গিরিরাজ সিংহের মন্তব্য অসম্মানজনক। গিরিরাজ সিং গোটা মহিলা সমাজকে অসম্মানিত করেছেন।"

আরও পড়ুন- বৃষ্টির পালা শেষ আজই! কাল থেকেই তুমুল আবহাওয়ায়, হুড়মুড়িয়ে নামবে পারদ?

তবে তৃণমূল সাসংদের এই ধর্না কর্মসূচির পাল্টা সমালোচনায় সরব বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা এদিন সংবাদমাধ্যমে বলেন, "যে রাজ্যের মুখ্যমন্ত্রী গলা কেটে নিলেও ডিএ দিতে পারব না বলেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী খেলা, মেলা, সিনেমা সব করছেন। ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রীর এত নাচার কারণটা কী? য়ে রাজ্যের পুরো সরকারটা চোর বলে প্রমাণিত হয়েছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নাচছেন, সেই মন্তব্য কেউ করলে তার বিরুদ্ধে লেগে পড়তে হবে? রাজ্যের মানুষের করুণ অবস্থা। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সলমন খানের সঙ্গে নাচ মানায় না। উনি যেটা বলেছেন সঠিক বলেছেন।"

আরও পড়ুন- premium: এক পায়ে বিশ্বজয়ে মরিয়া! ম্যারাথনের পর লক্ষ্য এভারেস্ট জয়, অর্থ সংস্থানে উদয়ের ভরসা ফুড ডেলিভারি

উল্লেখ্য, গত মঙ্গলবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হয়েছে। সেই মঞ্চে সলমন খান, সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, মহেশ ভাটদের সঙ্গে একসময় গানের তালে পা মেলাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও। অতিথিদের সঙ্গে পা মেলাচ্ছেন। যা নিয়ে বুধবারই মুখ্যমন্ত্রীকে চড়া সুরে আক্রমণ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং। দিল্লিতে সংসদ চত্বরে দাঁড়িয়ে গিরিরাজ বলেছিলেন, ‘গোটা বাংলা দুর্নীতিতে জড়িত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে ঠুমকেতে (নাচ) মেতে রয়েছেন।’

tmc Mamata Banerjee delhi West Bengal Giriraj Singh
Advertisment