Advertisment

আজবকাণ্ড! পঞ্চায়েতে মোট আসনের থেকে ১১,৯৩০ বেশি মনোনয়ন তৃণমূলের

জেলা পরিষদে মোট আসনের তুলনায় ১৩০টি মনোনয়ন বেশি জমা পড়েছে বিজেপির পক্ষে।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc nomination is more than 11 thousand than total seat in panchayat election 2023 , আজবকাণ্ড! পঞ্চায়েতে মোট আসনের থেকে ১১,৯৩০ বেশি মনোনয়ন তৃণমূলের

পঞ্চায়েতে কোন দল কত মনোনয়ন দিল?

পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ৭৩,৮৮৭। কিন্তু মনোনয়ন পর্বের শেষে দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থী হতে কমিশনের কাছে ৮৫,৮১৭ মনোনয়ন জমা পড়েছে। অর্থাৎ মোট আসনের তুলনায় ১১,৯৩০ গুলো মনোনয়ন বেশি জমা পড়েছে। তবে জেলা পরিষদে মোট আসনের তুলনায় ১৩০টি মনোনয়ন বেশি জমা পড়েছে বিজেপির পক্ষে।

Advertisment

বাংলায় গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৬৩,২২৯। পঞ্চায়েত সমিতিতে মোট আসন ৯,৭৩০। জেলা পরিষদে রয়েছে ৯২৮ আসন।

গ্রাম পঞ্চায়েতে মোট ৬৩,২২৯ আসনের মধ্যে তৃণমূল জমা দিয়েছে ৭৩,২১১টি মনোনয়ন। বিজেপি দিয়েছে ৪৮,৩৮১টি। সিপিএম ও কংগ্রেসের জমা মনোনয়নের সংখ্যা যথাক্রমে ৪০,৪২৯ এবং ১৪,২০৫টি।

আরও পড়ুন- ২ বছর বয়সেই রাজনীতিতে অভিষেক, ভাইপো নিয়ে তোলপাড় ফেলা তথ্য শোনালেন মমতা!

মোট পঞ্চায়েত সমিতির সংখ্যা রয়েছে ৯,৭৩০। এর মধ্যে তৃণমূল মনোনয়ন জমা করেছে ১১,৫২৭। বিজেপি দিয়েছে ৮,৮৮২। সিপিআইএম ৭৩৮৩ ও কংগ্রেস ২,৮০৪।

জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৯২৮টি। এর মধ্যে তৃণমূল মনোনয়ন জমা করেছে ১,০৭৯। বিজেপি দিয়েছে ১,০৫৮। সিপিআইএম ৮৩৪ ও কংগ্রেস ৭৪১।

কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুসারে, বৃহস্পতিবার নির্ধারিত সময় পর্যন্ত তৃণমূলের জন্য জমা হওয়া মনোনয়ন সংখ্য়া ৮৫,৮১৭। বিজেপির হয়ে জমা করা মনোনয়নের সংখ্যা ৫৬,৩২১টি। এর পরেই রয়েছে সিপিএম। তাদের মনোনয়ের সংখ্যা ৪৮,৬৪৬। ১৭,৭৫০ মনোনয়ন জমা করেছে কংগ্রেস। মোট নির্দল প্রার্থী ১৬,২৯৩। অন্যান্যদের ১১,৬৩৭ মনোনয়ন জমা পড়েছে। সর্বমোট মনোনয়ন জমার সংখ্যা ২,৩৬,৪৬৪।

panchayat election 2023 bengal panchayat election 2023 CONGRESS CPIM bjp tmc
Advertisment