Advertisment

ভোটই হল না! মনোনয়নেই অভিষেকের ডায়মন্ড হারবারে 'মারকাটারি সাফল্য' তৃণমূলের!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে তৃণমূলের এই সাফল্যে বিজয় উল্লাস শুরু স্থানীয় জোড়াফুলের নেতা-কর্মীদের।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc occupied falta Panchayat Samiti and Gram Panchayats

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

খাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারের ফলতায় বিরোধীশূন্য পঞ্চায়েত গড়ল তৃণমূল কংগ্রেস।
ফলতা পঞ্চায়েত সমিতিও বিরোধীশূন্য। তবে ফলতা ব্লকের চারটি জেলা পরিষদ আসনে লড়াই করছে বিজেপি, একটি আসনে লড়ছে সিপিআই।
বিরোধীদের অভিযোগ, বিরোধীরা যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারে তার জন্য শাসকদল গোটা এলাকায় গত কয়েকদিন সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। ব্লক অফিস ছিল শাসকদলের দুষ্কৃতীদের দখলে। যার জেরেই এই পরিণতি।

Advertisment

অন্যদিকে, শাসক দলের পক্ষ থেকে জানানো হয় এলাকায় উন্নয়ন এত হয়েছে যেখানে বিরোধীরা লড়াই করার জন্য প্রার্থী খুঁজে না পেয়ে তৃণমূলকে দুষছে। ২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনের ধারা বজায় রেখে এবারেও ফলতা পঞ্চায়েত সমিতি ও ফলতার ১৫ টি গ্রাম পঞ্চায়েত বিরোধীশূন্য।

আরও পড়ুন- সাংঘাতিক আশঙ্কা? শুভেন্দুর নন্দীগ্রামে সব আসনে প্রার্থীই দিতে পারল না বিজেপি!

ফলতা এলাকাটি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বিরোধী বিজেপির অভিযোগ, এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা জাহাঙ্গীর খান দুষ্কৃতীদের জড়ো করে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়া আটকেছে। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সহ সভাপতি সুফল ঘাটু এই অভিযোগ করেছেন।

বিজেপি নেতা সুফল ঘাটু বলেন, 'ফলতায় তৃণমূলের এই জেতার কোনও মানেই হয় না। জনতার সমর্থন নেই। ভোট হল না, মূল্যায়ন হল না। বোমা, বন্দুক, পিস্তল দিয়ে জাহাঙ্গীর খানের নেতৃত্বে বিজয় উল্লাস করছে তৃণমূল। এই উল্লাস সাধারণ মানুষের উল্লাস নয়। এর তীব্র ধিক্কার জানাচ্ছি। জেলা পরিষদের তিন আসনে প্রার্থী দিয়েছি। তৃণমূল এত উন্নয়ন করলে ভয় কীসের?'

panchayat election 2023 abhishek banerjee Diamond Harbour tmc
Advertisment