scorecardresearch

তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, উধাও দলের নাম-ছবি

নেপথ্যে কে বা কারা?

tmc official twitter account hacked , তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, উধাও দলের নাম-ছবি
এখন তৃণমূলের টুইটার অ্যাকাউন্টের এই চিত্র।

হ্যাকারদের কবলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট। বদলে গিয়েছে, অ্যাকাউন্টের ডিসপ্লে ছবি ও নাম। মঙ্গলবার গভীর রাত থেকেই এই অবস্থা। ডিসপ্লে হ্যান্ডেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পরিবর্তে লেখা রয়েছে ‘যুগা ল্যাবস’।

তৃণমূল সূত্রে খবর, গোটা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টটিকে ফের আগের অবস্থায় ফেরানোর চেষ্টা চলছে। হ্যাকিংয়ের নেপথ্যে কে বা কারা তা এখনও স্পষ্ট নয়।

সাইবার হানার পর অবশ্য ওই অ্যাকাউন্ট থেকে কোনও টুইট করা হয়নি।

‘যুগা ল্যাবস’ আসলে মার্কিন ব্লকচেইন প্রযুক্তি সংস্থা। যা ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করে থাকে।

মাস কয়েক আগেই এগিয়ে বাংলা, দুয়ারে সরকার সহ পশ্চিমবঙ্গের একাধিক সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইটার অ্যাকাউন্টও সাইবার হানার কবলে পড়েছিল।

গত ডিসেম্বরে অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। অ্যাকাউন্টটিতে ক্রিপ্টো-কারেন্সি প্রচার চলছিল। বদলানো হয়েছিল দলের টুইটার অ্যাকাউন্টের ছবি ও নাম। এছাড়া ২০২২ এর অক্টোবর ও এপ্রিলে যথাক্রমে অন্ধ্রপ্রদেশের বিরোধী দল তেলেগু দেশম পার্টির অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর অফিসের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Tmc official twitter account hacked