/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Bangladesh-Unrest.jpg)
Bangladesh Unrest: অশান্তির স্রোত বাংলাদেশে।
Bangladesh Protests: অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ (Bangladesh)। কার্যত প্রাণভয়ে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina) ও তাঁর বোন শেখ রেহানা। ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে বেপরোয়া ভাঙচুর-লুঠপাট উন্মত্ত জনতার। বাংলাদেশে রক্তক্ষয়ী সংঘর্ষে তিনশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ লাগোয়া ভারতের প্রতিবেশী দেশের এই জ্বলন্ত পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল।
তৃণমূলের তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ সময় ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। যতদূর বাংলার কথা বলা যায়, আমাদের শিল্প, সংস্কৃতি এবং ভাষার সঙ্গে সে দেশের অনেক কিছুরই মিল রয়েছে। বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতি। আমরা সবাই আমাদের প্রতিবেশী দেশে শান্তি ও স্বাভাবিকতা পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করছি।"
শাসকদল প্রতিক্রিয়ায় আরও জানিয়েছে, "যেহেতু এটি একটি আন্তর্জাতিক বিষয়, তাই ভারত সরকারের বিদেশমন্ত্রক এই ঘটনা সম্পর্কে প্রথম মন্তব্য করার উপযুক্ত কর্তৃপক্ষ। আমরা আমাদের দেশের স্বার্থে এবং তার প্রতিবেশীদের শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য সর্বোত্তম চেষ্টা করব।"