Advertisment

এক প্রণামেই দফারফা, 'গুরু' শিশিরের পা ছোঁয়ায় কাঁথির চেয়ারম্যানকে কী নির্দেশ তৃণমূলের?

কী প্রতিক্রিয়া চেয়ারম্যান সুবল মান্নার?

author-image
IE Bangla Web Desk
New Update
TMC orders Subal Manna to step down as Kanthi Municipality chairman for bowing to MP Sishir Adhikari , শিশির অধিকারিকে প্রণাম করায় কাঁথির চেয়ারম্যান পদ থেকে সুবল মান্নাকে সরে যেতে নির্দেশ দিল তৃণমূল

বাঁদিকে, শিশির অধিকারীকে তৃণমূল নেতার প্রণাম করার সেই মুহূর্ত ও ডানদিকে একসঙ্গে বসে দু'জন।

কাঁথির এক বেসরকারি সকুলের অনুষ্ঠানে গিয়েছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সুবল মান্না। সেখানে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। মঞ্চে শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুবল। পরে বক্তব্য রাখার সময় 'পূজ্যপদ গুরুদেব' বলে সম্বোধন করেন কাঁথির সাংসদকে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপরই সুবলকে শোকজ করেছিল তৃণমূল। আর এবার আরও কড়া পদক্ষেপ। সূত্রের খবর, কাঁথি পুরসভার চেয়ারম্যান থেকে সুবল মান্নাকে পদত্যাগের করার নির্দেশ নিয়েছে শাসক দল।

Advertisment

এই নির্দেশ ছড়িয়ে পড়তেই চেয়ারম্যার সুবল মান্না বলেছেন, 'এখনও আমার কাছে সরে যাওয়ার কোনও নির্দেশ আসেনি। আগে ওই নির্দেশ আসুক, তারপর যা বলার বলব।'

আরও পড়ুন- গঙ্গাসাগর মেলা বৈঠক: ভিআইপি’দের কী বার্তা মুখ্যমন্ত্রী মমতার?

কাঁথির সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে সরব জোড়-ফুল শিবির। পূর্ব মেদিনীপুরের এগরায় ২০২১ সালের ২১ মার্চ অমিত শাহর সভায় গিয়েছিলেন শিশির অধিকারী। তারপর থেকেই তৃণমূলের কড়া নজরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির। তাঁর সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে লোকসভার স্পিকারের কাছে আবেদনও জানানো হয়েছিল। শিশিরবাবুর সম্পত্তির খতিয়ান তুলে ধরে অসঙ্গতির অভিযোগ করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

বিতর্ক হলেও বয়ঃজ্যেষ্ঠ শিশির অধিকারীর পায়ে প্রণামের বিষয়টিকে এর আেগ সৌজন্য বলেই জানিয়েছিল তৃণমূল। কিন্তু তাঁকে 'গুরুদেব' বলায় দলের কর্মীদের ভাবাবেগে আঘাত লেগেছে বলে দাবি করে শাসক শিবির। যার জেরেই সুবল মান্নার বিরুদ্ধে তৃণমূলের কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

tmc bjp Sisir Adhikari Kanthi
Advertisment