Advertisment

পুনর্নির্বাচনের দিনই বেজায় অস্বস্তি তৃণমূলের, ভয়ঙ্কর অভিযোগে এনআইএ-র জালে জোড়া-ফুল প্রার্থী

এবার নলহাটি ১ নম্বর ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর আসনে তৃণমূলের জোড়া-ফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
tmc panchayat candidate nalhati monoj ghosh arrested by nia , বিস্ফোরক মজুতের দায়ে এনআইয়ের হাতে ধৃত নলহাটির তৃণমূল পঞ্চায়েত প্রার্থী মনোজ ঘোষ

'বাঘ' কেষ্টর গড়ে এ কী কাণ্ড!

অবৈধভাবে বিষ্ফোরক মজুত রাখার অভিযোগে গ্রেফতার করা হল বীরভূমের পাথর ব্যবসায়ী তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ কুমার ঘোষকে। সোমবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মনোজকে গ্রেফতার করে।

Advertisment

এদিন নলহাটি থানায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ কুমার ঘোষকে। জেরায় মনোজের বয়ানে অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে এনআইএ-এর তদন্তকারীরা।

চলতি বছরের ২৮ জুন নলহাটি থানার বাহাদুরপুর গ্রামে পাথর ব্যবসায়ী মনোজ কুমার ঘোষের বাড়ি ও অফিসে হানা দেয় এনআইএর তদন্তকারী আধিকারিকরা। সেই দিনই তার অফিস ঘর থেকে উদ্ধার করা হয় অবৈধ বিষ্ফোরক। ঘটনার পর পলাতক ছিলেন মনোজ কুমার ঘোষ নামে ওই পাথর ব্যবসায়ী।

publive-image
ধৃত মনোজ ঘোষ।

এদিন দুপুরে নলহাটি থানায় পৌঁছায় এনআইএর আধিকারিকেরা। সেখানে মনোজ কুমার ঘোষ ছাড়াও বেশ কয়েকজন পাথর ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তাকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

আরও পড়ুন- বিরাট ধাক্কা অভিষেকের, কুন্তলের চিঠি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

মনোজ কুমার ঘোষ এবার নলহাটি ১ নম্বর ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর আসনে তৃণমূলের জোড়া-ফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযোগ মনোজের হুমকিতে এবার বেশ কয়েকজন বিজেপি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হয়।

tmc NIA Birbhum panchayat election 2023
Advertisment