অবৈধভাবে বিষ্ফোরক মজুত রাখার অভিযোগে গ্রেফতার করা হল বীরভূমের পাথর ব্যবসায়ী তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ কুমার ঘোষকে। সোমবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ মনোজকে গ্রেফতার করে।
Advertisment
এদিন নলহাটি থানায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ কুমার ঘোষকে। জেরায় মনোজের বয়ানে অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে এনআইএ-এর তদন্তকারীরা।
চলতি বছরের ২৮ জুন নলহাটি থানার বাহাদুরপুর গ্রামে পাথর ব্যবসায়ী মনোজ কুমার ঘোষের বাড়ি ও অফিসে হানা দেয় এনআইএর তদন্তকারী আধিকারিকরা। সেই দিনই তার অফিস ঘর থেকে উদ্ধার করা হয় অবৈধ বিষ্ফোরক। ঘটনার পর পলাতক ছিলেন মনোজ কুমার ঘোষ নামে ওই পাথর ব্যবসায়ী।
এদিন দুপুরে নলহাটি থানায় পৌঁছায় এনআইএর আধিকারিকেরা। সেখানে মনোজ কুমার ঘোষ ছাড়াও বেশ কয়েকজন পাথর ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তাকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।