ডাকাতির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হল তৃণমূল কংগ্রেসের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলে। ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ থানার সন্ধ্যাজোল গ্রামে।
Advertisment
ধৃতের নাম আসমত আলি ওরফে ভিক্টর। ধৃতের বাবা গাফফর শেখ রামপুরহাট ২ নম্বর ব্লকের বুধিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য। সোমবার ভোররাতে ভিক্টরকে বাড়ি থেকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ।
যদিও ভিক্টরের বাবা গাফফর শেখের দাবি ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গাফ্ফার শেখ বলেন, 'ভোরের দিকে সবাই ঘুমাচ্ছিল। এক প্রতিবেশী মারা যাওয়ায় আমি একটু আগে উঠে মৃতের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। সেসময় তারাপীঠ এবং মল্লারপুর থানার পুলিশ এসে ছেলেকে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, একটি চুরির ঘটনায় ছেলে যুক্ত রয়েছে। আমার ছেলে নির্দোষ। তাকে মল্লারপুর থানায় নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করা হয়েছে। এমনকী ছেলেকে আগ্নেয়াস্ত্র ও বোমা রাখা সহ ডাকাতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।'
ক্ষুব্ধ তৃণমূল পঞ্চায়েত সদস্য বলেছেন যে, 'এলাকার বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতাদের কাছে গিয়েও কোন লাভ হয়নি। সকলে মুখ ফিরিয়ে নিয়েছে। পুলিশ আমাকে যথেচ্ছ অপমান করেছে।'