Advertisment

গভীর রাতে দাউদাউ করে আগুন, জ্বলে-পুড়ে ছাই তৃণমূল কার্যালয়

আগুনে ভস্মীভূত তৃণমূল কার্যালয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc party office destroyed by fire

আগুনে ভস্মীভূত তৃণমূল কার্যালয়। ছবি: কৌশিক দাস।

আগুনে ভষ্মীভূত তৃণমূল কার্যালয়। শনিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের মুগবেড়িয়ার ভাগবানপুরে তৃণমূল কার্যালয়ে আগুন ধরে যায়। মুহূর্তের আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা কার্যালয়টি। বিজেপির বিরুদ্ধে দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এলাকা অশান্ত করতে তৃণমূল চক্রান্ত করছে বলে পাল্টা অভিযোগ গেরুয়া দলের।

Advertisment

শনিবার গভীর রাতে আচমকা আগুন ধরে যায় ভগবানপুর ২ নং ব্লকের জুখিয়া পঞ্চায়েতের এক্তারপুরের তৃণমূল কার্যালয়ে। তৃণমূল কার্যালয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জড়ো হন শাসকদলের নেতা-কর্মীরা। তবে ততক্ষণে গোটা কার্যালয়টি প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছিল। এদিকে, ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছোয় ভূপতিনগর থানার পুলিশও। জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু হলেও শেষ রক্ষা হয়নি। সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায় শাসকদলের কার্যালয়টি।

আরও পড়ুন- একটানা জেলবন্দি পার্থ, নাগরিক পরিষেবা মসৃণ রাখতে বেহালা পশ্চিমে ফের ভোট?

এদিকে, দলীয় কার্যালয়ে আগুন লাগার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। জুখিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ জানার অভিযোগ, "বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে আমাদের কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। বোমা ও পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে কার্যালয়টি।"

আরও পড়ুন- ছাড় পাননি দেবের ভাইও! সরকারি বাড়ি পেতে ‘কাটমানি’ তৃণমূল নেতাদের, অভিযোগে তোলপাড়

যদিও তৃণমূলের তোলা এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি স্বপন রায় বলেন, "ভগবানপুর বিধানসভার মানুষ বিধানসভা ভোটে বিজেপিকে আশীর্বাদ করেছিলেন। পঞ্চায়েত ভোটে পরাজয় নিশ্চিত জেনে নতুন করে উত্তেজনা তৈরির চেষ্টা করছেন তৃণমূল নেতাদের কেউ কেউ। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন কীভাবে লাগলো তার সঠিক তদন্ত করুক পুলিশ। তবে, তদন্তের নামে মিথ্যা অভিযোগে বিজেপি কর্মীদের হেনস্থা করা যাবে না।"

Purba Medinipur West Bengal fire tmc
Advertisment