Advertisment

TMC: 'তৃণমূলের অফিস ওটা, বললেই সরাব নাকি!', অসহায় বৃদ্ধার ঘর 'কেড়ে' সাফাই জোড়াফুল নেত্রীর

বৃদ্ধার একটি ঘর পার্টি অফিস করার জন্য ভাড়ায় নিয়েছিল তৃণমূল। প্রথমের দিকে ভাড়া দিয়ে গেলেও বেশ কিছুদিন ধরে ভাড়া দেওয়া বন্ধ। এমনকী ঘর ছাড়তে বলে তাঁকে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ বৃদ্ধার। গোটা বিষয়টি স্থানীয় বিডিও অফিস, থানায় জানিয়েও কোনও ফল মেলেনি বলে দাবি অসহায় এই বৃদ্ধার।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
TMC party office occupied the house of helpless old woman, বৃদ্ধার ঘর দখল করে তৃণমূলের পার্টি অফিস

বাঁদিকে 'দখল' হয়ে যাওয়া সেই ঘর। ছবির ডানদিকে বৃদ্ধার বোন। দিদির ঘর ফিরিয়ে দিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

ঘর ভাড়ার টাকাতেই হতো দিন গুজরান। সেটা পাওয়াও বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে গিয়েছেন সহায় সম্বলহীন এক বৃদ্ধা। এর কারণটাও যথেষ্ট চমকে দেওয়ার মতোই। বৃদ্ধার ঘর দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘর দখলমুক্ত করার জন্য প্রশাসনের নানা মহলের দ্বারস্থ হয়েছিলেন বৃদ্ধা। কিন্তু কোনও সুরাহা মেলেনি। অন্যায় ও অনৈতিক কাজ নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কড়া বার্তা দেওয়ার পর এবার ঘর ফিরে পাওয়ার আশা জেগেছে বৃদ্ধার মনে। আবারও তিনি প্রশাসনের কর্তাদের দ্বারস্থ হয়েছেন।

Advertisment

অশীতিপর বৃদ্ধার নাম পু্ষ্পা চক্রবর্তী। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের বৈকন্ঠপুর ২ নম্বর পঞ্চায়েতের হ্যাচারি রোডে। বৃদ্ধার বাড়ি ভাড়া নিয়ে ২০১৯ সালে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। যার নেতৃত্বে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা মিতা দাস। পর পর দু'বছর নিয়মিত ওই বাড়ির ভাড়া পেয়েছেন পুস্পা দেবী। অভিযোগ, তারপর থেকে তিনি তাঁর ঘরের ভাড়া পাচ্ছেন না। কার্যত তাঁর ঘর জবরদখল করে রাখা হয়েছে বলেই বৃদ্ধার দাবি।

বৃদ্ধা পুষ্পা দেবীর কথা অনুযায়ী, বাড়িতে তিনি একাই থাকেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা খারাপ। তিনি এক প্রকার শয্যাশায়ী হয়ে পড়েছেন। এই অবস্থায় তাঁর বোন মমতাদেবী মাঝে মধ্যে এসে তাঁর দেখাশোনা করেন। তাঁর বোনের বাড়ি বুদবুদ এলাকায়। ভাড়া না পাওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন বৃদ্ধা চক্রবর্তী। তিনি এও জানান, ঘরের ভাড়া না মেলার কথা তিনি পঞ্চায়েতয় সদস্যা মিতা দাসকে একাধিকবার জানিয়েছেন। বাড়ি ভাড়ার জন্য বারবার মিতা দাসের কাছে দরবারও করেছেন। কিন্তু লাভ হয়নি।

আরও পড়ুন- Terrorist Suspected Arrested: রাজ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও ১, ধৃতকে দফায় দফায় জেরা

পুস্পা দেবী গোটা বিষয়টি বর্ধমান ২ নম্বর ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতি, থানা ও পঞ্চায়েত অফিসে জানান। কিন্তু তাতেও সুরাহা হয়নি বলে তাঁর দাবি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'জবরদখল' শীর্ষক কড়া বার্তার পর আশান্বিত হয়ে দিদি পুষ্পাদেবীর পাশে দাঁড়িয়ে এখন ঘর ফেরতের আর্জি জানাচ্ছেন তাঁর বোন মমতাদেবীও।

আরও পড়ুন- Congress-TMC: লোকসভায় বিরোধী সমঝোতা পর্বের শুরুতেই ধাক্কা! স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের সিদ্ধান্তে ফুঁসছে তৃণমূল

মঙ্গলবার ফের বর্ধমান ২ নম্বর বিডিও অফিসে যান পুস্পা চক্রবর্তীর বোন মমতাদেবী। তাঁর দিদির ঘর দখল মুক্ত করে দেওয়ার আর্জিও তিনি বিডিও-কে জানিয়েছেন। যদিও বৈকন্ঠপুর ২ পঞ্চায়েতের সদস্যা মিতা দাস
ভাড়া না দেওয়ার অভিযোগ অসত্য বলে দাবি করেছেন। তিনি বলেন, “২০১৯ সাল থেকে আমি সঠিক সময়ে ভাড়া দিয়ে আসছি। এটা একটা দলীয় কার্যালয়। মিথ্যা অভিযোগ করছেন। এভাবে দলীয় কার্যালয় বন্ধ করা যাবে না। একটা রুলিং পার্টির অফিস। একজন সদস্য ওখানে বসেন। তাই উনি বললেই অফিস বন্ধ করা যাবে না।"

আরও পড়ুন- Britania Factory Closed: সত্যিই পাততাড়ি গোটাল ব্রিটানিয়া? অমিত মিত্রকে ফোনে কী বললেন সংস্থার কর্তা?

তবে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “অভিযোগ যদি সত্যি হয় তাহলে দল যথাযথ ব্যবস্থা নেবে। তৃণমূল কারও সাথে অন্যায় হতে দেবে না।" বিডিও দিব্যজ্যেতি দাস বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই পঞ্চায়েত তদন্ত করেছে। এবার হেয়াররিং করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

Purba Bardhaman CONGRESS tmc
Advertisment