Advertisment

তুমুল বিক্ষোভ তৃণমূলের, আবাস কেলেঙ্কারির প্রতিবাদস্থলেই পৌঁছতেই পারলেন না বিজেপি সাংসদ!

কালোপতাকা ও গোব্যাক স্লোগানে হুলস্থূল।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc protests against north malda bjp mp khagen murmu at malda ,

হরিশচন্দ্রপুরে তৃণমূলের প্রতিবাদ।

মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। হরিশ্চন্দ্রপুরের তৃণমূল চেয়ারম্যানের নেতৃত্বে বিজেপি সাংসদকে বিক্ষোভ দেখানো হয়। মালদহের হরিশ্চন্দ্রপুরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ, সঙ্গে তোলা হয় গো ব্যাক স্লোগান। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছোট মোড়ে বিক্ষোভের জেরে আটকে যায় সংসদ খগেন মুর্মুর কনভয়।

Advertisment

জানা গিয়েছ আবাস যোজনার দূর্নীতি নিয়ে বুধবার বিজেপির বিক্ষোভ কর্মসূচি ছিল। বিডিও দফতরের সামনে তাই সকাল থেকেই বিজেপি কর্মী, সমর্থকদের ভিড় জমে। বেলা বাড়়তেই বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সেখানে পৌঁছনোর আগেই গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভস্থল থেকে ১০০মিটার দুরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। খগেন মুর্মুকে গো—ব্যাক স্লোগান দেওয়া হর। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয় এটি তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে ঘটিয়েছে। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ তিনি এই এলাকার জন্য কোনও উন্নয়নের কাজ করেনি। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আনে।

সাংসদ খগেন মুর্মু বলেন, 'বড় লোকদের ঘর পাইয়ে দিয়েছে শাসক দল। যাতে তাতে কোনও সমস্যা না হয় তাই জন্য আমার মুখ বন্ধের চেষ্টা করা হচ্ছে।'

হরিশ্চন্দ্রপুরের তৃনমুলের অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা বলেন, সাংসদ কোনও উন্নয়নের কাজ করেনি তাই নাটক করতে এসেছেন। মানুষ বিক্ষোভ দেখিয়েছে।'

tmc bjp Malda Maldah
Advertisment