বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে তুলকালাম বিক্ষোভ আসানসোলের হীরাপুরে। বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ তৃণমূলের। 'গো ব্যাক অগ্নিমিত্রা' স্লোগানে তপ্ত হয়ে ওঠে এলাকা। মহিলা-পুরুষ মিলে বিজেপিনেত্রীর গাড়ি আটকে বিক্ষোভ-স্লোগানিং। ইসকোর জল প্রকল্পের শিলান্যাসে গিয়ে বাধার মুখে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির অন্য নেতারা। বেনজির বিক্ষোভের মুখে বেজায় ক্ষুব্ধ অগ্নিমিত্রাও। তৃণমূলকে তুলোধনা করে ভয়ঙ্কর অভিযোগ তুললেন বিজেপি নেত্রী।
কী বলেছেন অগ্নিমিত্রা পাল?
"গ্রামে জলের সমস্যা মেটাতে চাই। কিন্তু এখানকার তৃণমূল কাউন্সিলর বাধা দিচ্ছেন। তৃণমূল বাইরে থেকে লোক এনে বাধা দিচ্ছে। উন্নয়নের কাজ অনুমোদন পেলেও সেটা করতে দিচ্ছে না। ইসকোর সিএসআর ফান্ড থেকে এলাকায় আরও জলের পাইপ বসবে। গতকালও শিলান্যাসের কথা ছিল। ওরা ধাক্কাধাক্কি করেছে। ইসকোর আধিকারিকদের মারা হয়েছে। আজ এসেছি। ঢুকতে দিচ্ছে না।''
তিনি আরও বলেন, "বিজেপি বলেই বাধা দিচ্ছে। সেটিংয়ের রাজনীতি করি না বলেই বাধা। তৃণমূলের হার্মাদরা বাইরে থেকে লোক জড়ো করেছে। আমি এই গ্রামের জলের সমস্যার সমাধান করতে চাই। মহিলাদের এগিয়ে দিচ্ছে। ছেলেরা ধাক্কা দিচ্ছে। আর পুলিশ পিছনে থেকে সব দেখছে।"
আরও পড়ুন- ‘হাত-পা প্যারালাইসিসের জায়গায় যাচ্ছে’, ইডির জিম্মায় আর কী কী হচ্ছে বালুর?
উল্লেখ্য, আসানসোলেরে হীরাপুরের নাকড়াসোতা গ্রামে জলের পাইপ বসানোর উদ্যোগ নিয়েছে ইসকো। স্থানীয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের দাবি, তাঁরই অবনুরোধে একাজে হাত লাগিয়েছে ইসকো। শুক্রবার নাকড়াসোতায় জল প্রকল্পের শিলান্যাসের কথা ছিল। এদিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এলাকায় যেতেই তাঁর পথ আটকায় তৃণমূল।
আরও পড়ুন- শান্তিনিকেতনে ফিরবে পৌষমেলা-বসন্ত উৎসব? বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষে চর্চা জোর!
ইসকোর প্রকল্পের শিলান্যাসে অগ্নিমিত্রা পালের উপস্থিতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তৃণমূলের। বিজেপিনেত্রীর গাড়ি আটকে চলে তুমুল স্লোগানিং। কালো পতাকা দেখানো হয় তাঁকে। এলাকার পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। এই প্রতিবেদন লেখা পর্যন্তও উপর্যুপরি বিক্ষোভের জেরে ওই গ্রামে ঢুকতেই পারেননি স্থানীয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।