Advertisment

মমতার তৃণমূল পরিবারে বিয়ে, ছাদনাতলায় রাজ্যসভার এমপি ও লোকসভার সাংসদ-কন্যা

এবার আরও গাঢ় আত্মীয়তার বন্ধনে জোড়-ফুল।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc rajya sabha mp abir ranjan biswas loksabha mp prosun banerjee daughter Prerana Banerjee wedding , মমতার তৃণমূল পরিবারে বিয়ে, ছাদনাতলায় রাজ্যসভার এমপি ও লোকসভার সাংসদ-কন্যা

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

'তৃণমূল দলটা হল একটা পরিবারের মতো'। প্রায়ই এ কথা বলে থাকেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তৃণমূল পরিবারের মধ্যেই এবার বিয়ে। তৃণমূলের রাজ্যসভার সাংসদের সঙ্গে আজ দলেরই লোকসভার সাংসদের মেয়ের বিয়ে হচ্ছে।

Advertisment

পাত্র কে?

পাত্র তৃণমূলের রাজ্যসভার সাংসদ বছর ৫১-র আবিররঞ্জন বিশ্বাস। দলে তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ' বলেই পরিচিত। আজ, শুক্রবার সেই সাংসদেরই বিয়ে।

তৃণমূলের গোড়া থেকেই দলে রয়েছেন নদিয়ার নেতা আবিররঞ্জন। একদা সেই জেলার প্রতাপশালী নেতা আনন্দমোহন বিশ্বাসের ছেলেই আজ পাত্রর আসনে। আনন্দ মোহন বিশ্বাসের মৃত্যুর পর তাঁর ছেলে আবিরকে রাজ্যসভায় সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৭ সালে রাজ্যসভার ভোটে কে হবে জোড়া-ফুলের প্রার্থী? সেবার তা নিয়ে জল্পনা চডচড়িয়ে বাড়ছিল। এসবের মধ্যেই সেই বছর আবিরকে প্রার্থী করেন মমতা। প্রেসিডেন্সির প্রাক্তনীকে রাজ্যসভায় পাঠানো সেবার ছিল দলনেত্রীর বড় চমক।

পাত্রী কে?

পাত্রী হলেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রেরণা বন্দ্যোপাধ্যায়।

আবিররঞ্জন ও প্রেরণার আলাপ কীভাবে?

পাত্র তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ আবিররঞ্জন বিশ্বাস জানিয়েছেন, ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় তাঁকে গোড়া থেকেই স্নেহ করেন। ছেলের মতো ভালবাসেন। সেই থেকেই প্রসূনের সঙ্গে তাঁর সম্পর্ক গভীর হয়। আর পাত্রী প্রেরণা জানিয়েছেন, দিল্লিতে বাবার সঙ্গে গিয়ে প্রথমবার সাংসদ আবিরের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। ফলে এই বিয়ে এক প্রকার অ্যারেঞ্জ ম্যারেজ বলা যেতে পারে। তবে পাকা কথা হওয়ার পর তাঁদের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে।

পাত্র-পাত্রীর দাবি, খুবই অল্প সময়ে চারহাত এক হওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাই পঞ্চায়েত ভোটের ব্যাস্ততা কাটতেই আবির ও প্রেরণা তড়িঘড়ি বিয়ে করে ফেলার সিদ্ধান্ত নেন। আজ বিয়ে হলেও পরে বড় করে রিসেপশনের পরিকল্পনা রয়েছে তাঁদের।

Rajya Sabha Loksabha tmc
Advertisment