/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/Mamata-Banerjee-Abhisek-Banerjee.jpg)
Mamata Banerjee-Abhisek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগে রবিবার কলকাতার পাশাপাশি ২ জেলার মোট ১২ জায়গায় তল্লাশি অভিযানে সিবিআই। দলের শীর্ষস্থানীয় নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশিতে যায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তল্লাশি চলে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের দুটি বাড়ি ছাড়াও একাধিক পুরসভার প্রাক্তন পুরপ্রধানদের বাড়িতে। দলের নেতাদের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার এই অভিযানে এবার প্রতিক্রিয়া মিলেছে তৃণমূলের তরফে।
তৃণমূলের এক্স হ্যান্ডেলে সিবিআইয়ের এই অভিযান নিয়ে কী লেখা হয়েছে?
"জনগণের শক্তি ক্ষমতায় থাকা মানুষের চেয়ে শক্তিশালী! আমরা কারো কাছে মাথা নত করব না!"
দলের তরফে এদিন এভাবেই কেন্দ্রীয় সংস্থার এই ঝড়ের গতিতে অভিযান নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল।
সিবিআইয়ের এই সাঁড়াশি অভিযান প্রসঙ্গে কী বলেছেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়?
"তদন্তের নামে যেন ভয় দেখানো না হয়। দুর্নীতি প্রমাণিত হলে কঠোর শাস্তি হোক। তদন্তের নাম করে দীর্ঘদিন ধরে তা ফেলে রাখা ঠিক নয়। সারদা কেলেঙ্কারির দশ বছর হয়ে গেল। এখনও তো কেউ শাস্তি পেল না। এটার কোনও মানে নেই।"
“The power of the people is stronger than the people in power!”
We shall not bow down to anyone! pic.twitter.com/6xxBjrwgQg— All India Trinamool Congress (@AITCofficial) October 8, 2023
আরও পড়ুন- ফিরহাদ-মদনের বাড়ির পাশাপাশি একযোগে রাজ্যের ১২ জায়গায় CBI হানা
উল্লেখ্য, রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতির তদন্তে রবিবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই একযোগে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় হানা দেয়। এদিন সিবিআইয়ের একটি দল হানা দেয় কলকাতার চেতলায় ফিরহাদ হাকিমের বাড়িতে। তদন্ত সংস্থার আরও একটি দল এদিন হানা দেয় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুর ও দক্ষিণেশ্বরের বাড়িতেও।
আরও পড়ুন- জৌলুস কমলেও অটুট সাবেকিয়ানা, মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজোর ইতিহাসটা সত্যিই বেশ রঙিন!
ফিরহাদ-মদনের পাশাপাশি হালিশহর, কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, টাকি, কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন পুরপ্রধানদের বাড়িতেও সিবিআই অভিযান চলে। সুপার সানডেতে দুর্বার গতিতে তল্লাশিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।