TMC candidate list For 2024 Lok Sabha Election: গত ২রা মার্চ বিজেপির তরফে বাংলার ২০ কেন্দ্রে লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। আজ, রবিবার তৃণমূল ব্রিগেডে 'জনগর্জন সভা'র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করছে। তাই ব্রিগেডের মঞ্চ থেকেই থাকছে বড় চমক। ব্রিগেডের 'জনগর্জন সভা' থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের প্রার্থি তালিকা ঘোষণা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দল সূত্রে খবর, ৪২ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
গতবার ৪২টির মধ্যে ২২টি আসনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বিদায়ী সাংসদরাই কি সংশ্লিষ্ট কেন্দ্রে ফের তৃণমূলের প্রার্থী? নাকি রদবদল করা হবে? শোনা যাচ্ছে চমক আছে! তাহলে কী সেটা? তা নিয়ে জোর চর্চা চলছে।
সূত্রের খবর, বসিরহাট কেন্দ্র থেকে এবার বাদ পড়তে পারেন গতবারের জয়ী তৃণমূল প্রার্থী নুসরত জাহান। প্রার্থী করা হচ্ছে না মথুরাপুরের তৃণমূলের বিদায়ী সাংসদ প্রবীণ চৌধুরী মোহন জাটুয়াকেও। তবে, তালিকায় থাকতে পারেন সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী। জানা যাচ্ছে, প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ ও প্রাক্তন আরেক ক্রিকেটারের স্ত্রী এবার ঠাঁই পাবেন তৃণমূলের প্রার্থী তালিকায়। এছাড়া সিপিআইএমের প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসও তৃণমূলের লোকসভার প্রার্থী তালিকায় থাকতে পারেন বলে জানা যাচ্ছে। রাজনীতি থেকে দূরে থাকার কথা প্রকাশ্যে বলেছিলেন যাদবপুরের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তী। সূত্রের খবর, তাঁর নামও তৃণমূলের প্রার্থী তালিকায় আছে।
একনজরে লোকসভা ভোট ২০২৪-এ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা-
- ব্যারাকপুর- রাজ চক্রবর্তী/ অর্জুন সিং/ পার্থ ভৌমিক
- হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
- আসানসোল- শত্রুঘ্ন সিনহা
- দমদম- সৌগত রায়
- যাদবপুর- সায়নী ঘোষ
- কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
- কলকাতা দক্ষিণ- মালা রায়/ ডোনা গঙ্গোপাধ্যায়
- কাঁথি- উত্তম বারিক
- আরামবাগ- অসীমা পাত্র
- বর্ধমান-দুর্গাপুর- কীর্তি আজাদ
- কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
- মথুরাপুর- অজন্তা বিশ্বাস
- হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়
- পূর্ব বর্ধমান- শম্পা ধারা
- বসিরহাট- প্রিয়দর্শীনি হাকিম
- বহরমপুর- শান্তনু সিনহা বিশ্বাস
- জুঙ্গিপুর- খলিলুর রহমান/ জাকির হোসেন
- মুর্শিদাবাদ- আবু তাহের/ সৌমিক হুসেন
- বোলপুর- অসীত মাল
- বীরভূম- শতাব্দী রায়
- তমলুক- কুণাল ঘোষ
- কোচবিহার- উদয়ন গুহ/ রবীন্দ্রনাথ ঘোষ
- ঘাটাল- দেব
- বর্ধমান পূর্ব- ডাঃ মোহন দাস