Advertisment

TMC Star Campaigners: তৈরি তৃণমূল! প্রকাশিত দলের STAR ক্যাম্পেনারদের নাম, পরিচয় জানলে চমকে যাবেন!

Lok Sabha Election 2024: এরাজ্যে এবারও মোট ৭ দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শাসকদল তৃণমূল বাদ দিয়ে বিরোধী BJP থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস এখনও পর্যন্ত রাজ্যের সব লোকসভা আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করতে পারেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha election 2024 mamata banerjee malda kaliachak

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Polls 2024: আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Polls 2024) শুরুতেই বিরোধীদের দুরন্ত টেক্কা তৃণমূলের। একলপ্তে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে শাসকদল। বিরোধীরা এখনও পর্যন্ত রাজ্যের সব আসনে প্রার্থীদের নামই ঠিক করে উঠতে পারেনি। তবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য স্টার ক্যাম্পেনারদের নাম স্থির করে ফেলেছে তৃণমূল। নামের সেই তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।

Advertisment

নির্বাচন কমিশনকে দেওয়া স্টার ক্যাম্পেনারদের তালিকায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তো রয়েছেনই। এছাড়াও তালিকায় নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, মানস ভুঁইয়া, ফিরহাদ হাকিম, শতাব্দী রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মনোজ তিওয়ারি, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, কুণাল ঘোষ, সায়নী ঘোষ, শান্তনু সেন, সোহম চক্রবর্তীদের। দলের স্টার ক্যাম্পেনার হিসেবে নাম রয়েছে জয়প্রকাশ মজুমদার, সায়ন্তিকা ব্যানার্জি, দেবাংশু ভট্টাচার্য, অদিতি মুন্সিদেরও।

আরও পড়ুন- CPM: ভোটের বাংলায় ‘মাস্টারস্ট্রোক’ সিপিএমের, শিহরণ জাগানো প্রযুক্তি ঢাল করে অভিনব প্রয়াস বিমান-সেলিমদের!

আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন অনেকেরই নাম রয়েছে তৃণমূলের স্টার ক্যাম্পেনারদের তালিকায়। তেমনই সাংগঠনিক স্তরের নেতা থেকে শুরু করে বর্তমানে রাজ্যে মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন এমনও অনেককে স্টার ক্যাম্পেনারদের তালিকায় রেখেছেন তৃণমূলনেত্রী।

আরও পড়ুন- Sandeshkhali-Rekha Patra: ‘রেখার কাছে ক্ষমাপ্রার্থী, আমাদের ভুল বুঝিয়েছিল’, Viral ভিডিও-য় TMC কি এবার প্যাঁচে?

এরাজ্যে এবারও ৭ দফায় লোকসভা নির্বাচন (Lok Sabha Polls 2024) অনুষ্ঠিত হতে চলেছে। তৃণমূল বাদ দিয়ে বিরোধী BJP থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস এখনও পর্যন্ত রাজ্যের সব লোকসভা আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করতে পারেনি।

Mamata Banerjee tmc loksabha election 2024
Advertisment