Advertisment

Arabul Islam Arrested: কলকাতা পুলিশের জালে আরাবুল ইসলাম, ভাঙড়ের 'তাজা নেতা'কে আনা হল লালবাজারে

Arabul Islam Arrested by Kolkata Police: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ভাঙড়ের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। বৃহস্পতিবার উত্তর কাশীপুর থানার পুলিশ ভাঙড়ের তাজা নেতাকে গ্রেফতার করে বলে খবর। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে সূত্রের খবর। আবার একটি সূত্র জানাচ্ছে যে, খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে যে অভিযোগেই হোক, আরাবুলকে গ্রেফতারের ঘটনায় ভাঙড়ে শোরগোল পড়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC strongman from Bhangar Arabul Islam was arrested by Kolkata police

আরাবুল ইসলাম। ফাইল ছবি

Arabul Islam Arrested: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ভাঙড়ের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। বৃহস্পতিবার উত্তর কাশীপুর থানার পুলিশ ভাঙড়ের তাজা নেতাকে গ্রেফতার করে বলে খবর। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে সূত্রের খবর। আবার একটি সূত্র জানাচ্ছে যে, খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে যে অভিযোগেই হোক, আরাবুলকে গ্রেফতারের ঘটনায় ভাঙড়ে শোরগোল পড়ে গিয়েছে।

Advertisment

জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য ভাঙড়ের প্রাক্তন বিধায়ককে লালবাজারে আনা হয়েছে পুলিশ সূত্রে খবর। যদিও সরকারি ভাবে পুলিশের তরফে বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে মইনুদ্দিন মোল্লা নামে ভাঙড়ের এক আইএসএফ নেতাকে খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল আরাবুলের নামে। সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁকে গ্রেফতার করতে কেন ৮ মাস সময় লাগল তা নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশ সূত্রে খবর, যেহেতু আরাবুলের মতো নেতার গ্রেফতারি স্পর্শকাতর, তাই তাঁকে স্থানীয় থানায় না নিয়ে গিয়ে সোজা লালবাজারে তোলা হয়েছে। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই ভাঙড় কলকাতা পুলিশের অধীনে এসেছে। সেখানে থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন Bengal Budget 2024: বিধানসভায় রাজ্য সঙ্গীতের পাল্টা জাতীয় সঙ্গীত বিজেপি বিধায়কদের! সম্মুখসমরে মমতা-শুভেন্দু

এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই গ্রেফতারি নিয়ে কটাক্ষ করেছেন শাসকদল তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেছেন, "লোকসভা ভোটের আগে ঠিক তাঁকে জামিনে বের করে আনা হবে। এগুলো সবই আসলে পরিকল্পনামাফিক ব্যাপার। রাজধর্ম পালন এই সরকারের পক্ষে সম্ভব নয়। আরাবুল, শওকত, বাবু মাস্টার— এরা তৃণমূলের ভোটের কাজে লাগবে। তাই নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করার আগে গ্রেফতার করানো হয়েছে।’’

kolkata police West Bengal arabul islam tmc
Advertisment