/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/sahid-divas.jpg)
সভা ছেড়ে কোথায় গেলেন এই তৃণমূলকর্মীরা?
আজ ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের শহিদ দিবস পালন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহর কলকাতায় ভিড় জমিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। কলকাতায় শহিদ দিবসের সাভায় এসে ফাঁক পেয়ে শহরের শপিং মলে ভিড় জমালেন তৃণমূলের একাংশের কর্মী-সমর্থকরা।
রাজ্যের রাজধানী কলকাতা। দূরের জেলাগুলি থেকে সাধারণ মানুষের একটা বড় অংশের ফি দিনের যাতায়াত নেই কলকাতায়। তবে মহানগরীর ঝাঁ চকচকে মেজাজ তাঁরা দূরে বসে টিভির পর্দায় বা মোবাইলেই উপভোগ করেন। দলের সভায় কলকাতায় এসে তাই একটু শহর ঘোরার সুযোগ মিললে তা আর কেউ হাতছাড়া করতে চান না!
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/bazar-1.jpg)
তবে এ ছবি যে নতুন, তা বলা যাবে না। কলকাতায় রাজনৈতিক দলগুলি বড় সভা করলে জেলাগুলি থেকেও প্রচুর কর্মী-সমর্থকরা এসে ভিড় জমান। তাঁদেরই একাংশ ঘুরে বেড়ান শহরের আনাচে-কানাচে। কেউ যান জাদুঘর দেখতে তো কেউ ঘোরেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। কচিকাঁচাদের সঙ্গে নিয়ে আলিপুর চিড়িখানাতেও ঢুঁ মারতে দেখা যায় অনেককে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/new-1.jpg)
আরও পড়ুন- আজ তৃণমূলের ‘শহিদ দিবস’, ‘৯৩-এর ‘সংগ্রাম’ স্মরণে মমতা, শ্রদ্ধাজ্ঞাপন অভিষেকেরও
তবে এবার একুশে জুলাইয়ের সভায় এসে তৃণমূল কর্মীদের একাংশের দেখা মিলল শহরে একটি শপিং মলে। মল জুড়ে তাক লাগানো শোভা তারিযে-তারিয়ে উপভোগ করলেন অনেকে। কেউ বাড়ির সদস্যদের জন্য জামাকাপড়ও কিনলেন। কেউ কিনলেন জুতো তো কেউ গলার হার। এককথায় একুশের সভায় যোগ দিতে এসে 'রথ দেখাও হল, কলা বেচাও হল'!
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/new-2.jpg)
আরও পড়ুন- 21 July TMC Shahid Diwas 2023 Live Updates: ভিড় জমছে ধর্মতলায়, সকাল সকাল কী বার্তা মমতা-অভিষেকের?