Advertisment

Mamata on India: বুধবারই 'ইন্ডিয়া'র বৈঠক, জোট নিয়ে অবস্থান স্পষ্ট মমতার, জানালেন কেন পাঠাচ্ছেন অভিষেককে

Mamata Bandyopadhyaya: হারের নৈতিক দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata, Abhishek, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়

Mamata-Abhishek: চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল তৃণমূল।

TMC supremo Mamata Bandyopadhyaya on INDIA: এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস ২৯টি আসনে জয়ী হতেই জাতীয়স্তরে অবস্থান দৃঢ় করতে তৎপর হলেন তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার জয়ের পর এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের দলগত অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের ব্যাপারটা নিশ্চিত হতেই মঙ্গলবার তিনি কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে হারের নৈতিক দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন।

Advertisment

তৃণমূল সুপ্রিমো বলেন, 'এত অত্যাচার করার পরও মোদী হেরেছেন। ইন্ডিয়া জিতেছে। অযোধ্যা নিয়ে বিরাট প্রচার করে সেখানেও হেরেছেন। এত অহঙ্কার ঠিক নয়। আমি খুশি, মোদিজি একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। তাঁর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত। ক্ষমতায় না থাকলে বিজেপি অর্ধেক আসনও পেত না। নরেন্দ্র মোদী আর অমিত শাহর অহঙ্কার খর্ব হয়েছে। তাঁদের পরাজয়ের নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত।’'

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'আমি খুব আনন্দিত যে মোদীজির পার্টি এবার একক বৃহত্তম দল হতে পারেনি। উনি আসলে বিশ্বাসযোগ্যতাই হারিয়েছেন। বলেছিলেন, এই বার ৪০০ পার। আর, আমি কী বলেছিলাম? শেষ পর্যন্ত ২০০ পার হবে কি না, সেটা আগে দেখুন! কারণ, কিছুটা এদিক-ওদিক হয়। বলেছিলাম, পগার পার। আর এখন ওঁদের টিডিপি, নীতীশ কুমারদের পা ধরতে হচ্ছে। এরা চাইলেও ইন্ডিয়া জোটকে ভাঙতে পারবে না। ওদের তো দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাই নেই। সংসদে ইচ্ছামতো আইন পাশও করতে পারবে না। এবার যদি ইডি, সিবিআই অত্যাচার করে, আমরা ইন্ডিয়া জোট ওদের চেপে ধরব।'

এই সব কথা বলার পাশাপাশি, তৃণমূল সুপ্রিমো ইন্ডিয়া জোটের সঙ্গীদের সম্পর্কেও মুখ খোলেন। তিনি বলেন, 'অখিলেশ দারুণ ফল করেছে। পরেরবার ও-ই ভোটে জিতবে মনে হয়। বিহারে যে ফল দেখানো হয়েছে, সেটা ঠিক না। তেজস্বীর সঙ্গে আমার কথা হয়েছে। ও বলেছে, দিদি গণনা এখনও অনেক বাকি। উদ্ধব ঠাকরেকে আমি ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছি। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীকেও ফোন করেছিলাম। হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনাকেও ফোন করেছি। শরদ পওয়ারকে অভিনন্দন জানিয়েছি।'

তৃণমূল সুপ্রিমো আরও বলেন, 'রাহুল গান্ধীকেও অভিনন্দন জানিয়ে মেসেজ পাঠিয়েছি। ও হয়তো এখন নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। সেই জন্য যোগাযোগ করেনি। তবে, না করলেও তাতে কিছু যায় আসে না। আমি তো বলেইছিলাম, আমি দুটো সিট দিচ্ছি। তোমাদের তো একটাও এমএলএ নেই। ওই দুটো সিটেই জিতিয়ে দেব। তারপর বলেছিলাম যে, সবার সঙ্গে একটু অ্যাডজাস্ট কর। তুমি একশোখানা সিট পেয়ে যাবে। কী আমার কথাটা শেষ পর্যন্ত মিলল তো? কার লাভ হল শেষ পর্যন্ত?'

দলের ফল ভালো হয়েছে বলে কোনওকিছু চেয়ে তিনি জোটসঙ্গীদের ওপর চাপ বাড়াতে চান না। এটা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, 'আমার কোনও চাহিদা নেই। আমি শুধু চাই, সব রাজ্য সরকার কেন্দ্রের বকেয়া টাকা ঠিকমতো পাক। সব বন্ধ কাজ যাতে রাজ্যবাসী ফিরে পায়। এজেন্সি দিয়ে যাতে আর শাসনব্যবস্থাকে ভয় দেখানো না যায়। সকলকে শুধু একটাই কথা বলব। শুধুমাত্র টাকার লোভে বিজেপিতে যেও না। শুধু সিবিআই, ইডির মামলা এড়াতে মোদির সঙ্গ দিও না। তাহলে দেশবাসী ক্ষমা করবে না।'

আরও পড়ুন- ভোটপরবর্তী সন্ত্রাস শুরু হয়েছে, বাড়তে পারে! খতিয়ান দিয়ে তীব্র আশঙ্কা প্রকাশ রাজ্য বিজেপির

এরমধ্যে বুধবারই নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেখানেই জোটের পরবর্তী রূপরেখা ঠিক হবে। সেই ব্যাপারে তৃণমূল সুপ্রিমো বলেন, 'কাল চেষ্টা করব কাউকে পাঠানোর। অভিষেক যেতে পারে। ওই তো দেশে সবচেয়ে বেশি ব্যবধানে জয় পেয়েছে।'

tmc bjp PM Narendra Modi Mamata Banerjee India abhishek banerjee loksabha election 2024 INDIA Alliance opposition india alliance
Advertisment