বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে সব্যসাচী দত্তের অপসারণের বিষয়ে কার্যত শিলমোহর দিলেন তৃণমূল নেতৃত্ব। রবিবার তৃণমূল ভবনে বিধাননগরের দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, সব্যসাচী সম্পর্কে কাউন্সিলরদের মতামত জানতে চান তিনি। এরপর বৈঠক থেকেই বিধাননগরের মেয়রকে ফোন করে ফিরহাদ জানান, আপাতত তাঁর আর পুরসভায় আসার প্রয়োজন নেই।
তৃণমূল সূত্রের খবর, এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত বিধাননগর পুরসভার যাবতীয় কাজকর্ম পরিচালনা করবেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। এককালের দাপুটে সিপিএম নেতা তাপস তৃণমূলের অন্দরে সব্যসাচীর কট্টর বিরোধী হিসাবেই পরিচিত।
বিধাননগরের এক তৃণমূল কাউন্সিলর জানান, এদিন সব্যসাচী ঘনিষ্ঠ কয়েকজন কাউন্সিলর ছাড়া প্রায় সব কাউন্সিলরই উপস্থিত ছিলেন। ফিরহাদ তাঁদের কাছে সাম্প্রতিক কালে সব্যসাচীর একের পর এক দলবিরোধী মন্তব্য ও কার্যকলাপের বিষয়ে মতামত জানতে চান। অধিকাংশ কাউন্সিলরই জানান, তাঁরা সব্যসাচীর পক্ষে থাকবেন না। দল যা সিদ্ধান্ত নেবে, তাই চূড়ান্ত। এরপরই বিধাননগরের মেয়রকে ফেন করেন ফিরহাদ।
বৈঠকের পরে ফিরহাদ জানান, বিভিন্ন বিষয়ে কাউন্সিলরদের মতামত জানা হয়েছে। সবকিছুই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। কেউ যদি দলে থেকেও দলবিরোধী কার্যকলাপ করতে থাকেন, তাহলে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে।
সব্যসাচীর সঙ্গে তৃণমূলের দূরত্ব গত কয়েকমাসে বেশ কিছুটা বেড়েছে। লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে লুচি-তরকারি খেতে দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিয়েও বিতর্কে জড়িয়েছেন তিনি।