Advertisment

Wayanad Landslide: ওয়ানাডের বিপর্যয়ে ব্যথিত মমতা, বিধ্বস্ত এলাকায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল

Wayanad Landslide: প্রকৃতির রুদ্ররোষে বিপর্যস্ত ঈশ্বরের আপন দেশের ওয়ানাড। ভূমিধসের জেরে কাদামাটির তলায় ওয়ানাডের চুরালমালা। এবার সেই বিধ্বস্ত এলাকাতেই বিপর্যস্তদের পাশে দাঁড়াতে দুই সাংসদকে পাঠাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Wayanad Landslide, Kerala Landslide, Heavy Rainfall

Wayanad Landslide: তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখেল যাবেন ওয়ানাডে।

Wayanad Landslide: প্রকৃতির রুদ্ররোষে বিপর্যস্ত ঈশ্বরের আপন দেশের ওয়ানাড। ভূমিধসের জেরে কাদামাটির তলায় ওয়ানাডের চুরালমালা। এবার সেই বিধ্বস্ত এলাকাতেই বিপর্যস্তদের পাশে দাঁড়াতে দুই সাংসদকে পাঠাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখেল যাবেন ওয়ানাডে।

কী লিখেছেন মমতা?

মমতা তাঁর পোস্টে লিখেছেন, 'মানবিক কারণে আমরা দুই সাংসদের প্রতিনিধি দল পাঠাচ্ছি। তাঁরা ওয়ানাডে গিয়ে দুদিন থাকবেন। দেখা করবেন স্বজনহারা এবং আহতদের পরিজনদের সঙ্গে।' কেরলের প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন Wayanad landslides: ওয়ানাদে রাহুল-প্রিয়াঙ্কা, চুড়ামালায় ভুমিধসে ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা

প্রসঙ্গত, বৃহস্পতিবারই বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল ওয়ানাডের সদস্যপদ ছেড়ে দিয়েছেন। তাঁর জায়গায় উপনির্বাচনে লড়বেন বোন প্রিয়াঙ্কা।

Wayanad Landslide, Kerala Landslide, Rahul Gandhi, Priyanka Gandhi
ভূমিধস বিধ্বস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। ছবি- কংগ্রেস

কেরলের ওয়েনাড জেলার মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় ধারাবাহিক বিধ্বংসী ভূমিধসের পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২০০ জনেরও বেশি আহত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭৭-এ দাঁড়িয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিশ্চিত করেছেন যে ২৪০ জন এখনও নিখোঁজ রয়েছেন, এবং ১৫০০ জনকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বিপর্যয়স্থলে পৌঁছেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সঙ্গে দেখা করার পাশাপাশি ত্রাণ শিবির এবং মেডিকেল কলেজ পরিদর্শন করছেন।

আরও পড়ুন বিশ্বজুড়ে ভূমিধসের সিরিজ! মোটেও আঞ্চলিক ঘটনা নয়, বড় অঘটনের আশঙ্কা বিশেষজ্ঞদের একাংশের

Landslide Mamata Banerjee Wayanad Landslide tmc
Advertisment