Advertisment

এযেন গোদের উপর বিষফোঁড়া! সাগরদিঘিতে 'আম-ছালা' সবই গেল তৃণমূলের!

পঞ্চায়েত নির্বাচনের আগে বামেদের সঙ্গে নিয়ে তৃণমূলকে ধরাশায়ী করল হাত-শিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
bangaon tmc candidate alorani sarkar is bangladeshi citizen order by calcutta high courts division bench , বনগাঁর তৃণমূল প্রার্থী আলোরানি বিদেশি, রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাগরদিঘিতে শুধুই হার নয়, ভোট-ব্যাঙ্কে বিরাট ধ্বস তৃণমূলে। একুশের বিধানসভা ভোটের নিরিখে এক ধাক্কায় ১৬ শতাংশ ভোট কমে গেল জোড়াফুলের। উল্টোদিকে, একুশের নির্বাচনে মুর্শিদাবাদের এই কেন্দ্র থেকে ১৯ শতাংশ ভোট ঝুলিতে পুরে তেইশের উপ-নির্বাচনে সেই ভোটই বামেদের সঙ্গী করে ৪৭ শতাংশে নিয়ে গেল কংগ্রেস। সব মিলিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বামেদের সঙ্গে নিয়ে শাসকদল তৃণমূলকে ধরাশায়ী করল হাত-শিবির। বিরোধী শক্তির এই জয় পঞ্চায়েত ভোটের আগে বাম-কংগ্রেস কর্মীদের মনোবল অনেকটাই চাঙ্গা করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisment

একুশের বিধানসভা ভোটে সাগরদিঘি কেন্দ্র থেকে বিপুল মার্জিনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত সাহা। ৫০ হাজারেরও বেশি ভোটে জয় পেয়েছিলেন তিনি। সেবারের নির্বাচনে তৃণমূল সাগরদিঘি কেন্দ্র থেকে ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল। একুশের নির্বাচনে সাগরদিঘিতে ২৪ শতাংশ ভোট পেয়ে বিজেপি ছিল দ্বিতীয় স্থানে। কংগ্রেস পেয়েছিল মাত্র ১৯ শতাংশ ভোট।

তারও আগে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের এই কেন্দ্রে ২৬ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী। ২০১৬ সালের নির্বাচনে সাগরদিঘি কেন্দ্র থেকে কংগ্রেস ও সিপিএমের প্রার্থী ২৩ শতাংশ করে ভোট পেয়েছিলেন।

আরও পড়ুন- ধরাশায়ী তৃণমূল! বামেদের সঙ্গে নিয়েই সাগরদিঘিতে বিপুল জয় কংগ্রেসের

একুশের নির্বাচনে সাগরদিঘি থেকে বিপুল মার্জিনে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন তৃণমূলের সুব্রত সাহা। তবে তাঁর আকস্মিক প্রয়াণে আসনটি ফাঁকা হয়। জোট-শর্ত মেনে উপ-নির্বাচনে সাগরদিঘি কেন্দ্রে কংগ্রেসকে সমর্থন দেয় বামেরা। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাসের হয়ে প্রচার করেন বাম নেতারা। উল্টোদিকে, তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছিল মমতা বন্দ্যেপাধ্যায়ের দূর-সম্পর্কের আত্মীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন- মুসলিম ভোটের একাধিপত্যে থাবা, সাগরদিঘি উপনির্বাচন তৃণমূলের কাছে বড় সবক

বাম-কংগ্রেস জোটের কাছে সাগরদিগি উপ-নির্বাচনে ধরাশায়ী হয়েছে জোড়াফুল। একুশের হিসেব ধরলে শতাংশের নিরিখে তাদের ভোট কমে গিয়েছে অনেকটাই। ৫১ থেকে নেমে এবারে উপ-নির্বাচনে তৃণমূলের ঝুলিতে গিয়েছে মাত্র ৩৫ শতাংশ ভোট। উল্টোদিকে কংগ্রেস বামেদের সমর্থন পেয়ে এই কেন্দ্র থেকে ৪৭ শতাংশ ভোট পেয়েছে। তৃতীয় স্থানে নেমে বিজেপির প্রার্থী দিলীপ সাহা পেয়েছেন মাত্র ১৪ শতাংশ ভোট। সব মিলিযে সাগরদিঘি উপ-নির্বাচনে কংগ্রেসের বায়রন বিশ্বাস ২২ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন।

আরও পড়ুন- ‘কংগ্রেস আজ বিজেপির কাছে কৃতজ্ঞ’, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বললেন মমতা

tmc CONGRESS CPIM Murshidabad Sagardighi By-Election
Advertisment