Advertisment

অকল্পনীয়? মনোনয়নে বিরোধীদের দেখলেই তৃণমূল যা করছে ভাবতেই পারবেন না!

পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে পুরোদমে।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc welcoming opposition with flowers and tea to submit nominations

চলছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা।

রাজনৈতিক মহলের একাংশ বলছে এযেন উলোটপুরাণ! পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শুরুর দিন থেকে জেলায়-জেলায় অশান্তির খবর মিলছে। মূলত শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই একাধিক জেলায় বিরোধীদের মনোনয়ন জমায় বাধা-মারধরের অভিযোগ উঠেছে। তবে আসানসোলের একটি ব্লকে দেখা গেল সম্পূর্ণ উলটো ছবি। সিপিএম, বিজেপি বা কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গেলে তাঁদের সাদরে স্বাগত জানাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। ফুল-জল ও চা সহযোগে আপ্যায়ন করা হচ্ছে তাঁদের।

Advertisment

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরের দিন থেকেই শুরু মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। তবে ২০২৮-এর চেনা ছবিটা যেন বারবার ফিরে আসছে। দিকে-দিকে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে গেলে বাধার মুখে পড়তে হচ্ছে। তাঁদের উপর হামলারও অভিযোগ উঠছে। তবে অনেক ক্ষেত্রে উল্টোটাও ঘটছে। কোনও কোনও জায়গায় পাল্টা হামলার শিকার হতে হচ্চে শাসকদলের কর্মীদেরও। যদিও অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধেই বিরোধীদের মনোনয়ন জমায় বাধার অভিযোগ সামনে আসছে।

আরও পড়ুন- বাঙালি মেয়ের আলোড়ন ফেলা কীর্তি! সেরার সেরা সম্মান দিল ‘বিশ্বশ্রেষ্ঠ’ বিশ্ববিদ্যালয়

আসানসোলের বারাবনি ব্লকেও মনোনয়ন জমার প্রথম দিন থেকে ঝামেলার কথা শোনা যাচ্ছে। তবে এই বিধানসভারই একটি ব্লকে সম্পূর্ণ ভিন্ন ছবি। সালানপুর ব্লকে মনোনয়ন কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি, সিপিএম ও কংগ্রেসের প্রার্থীদের গোলাপ ফুল, পানীয় জল এবং চা পান করিয়ে মনোনয়ন কেন্দ্রে স্বাগত জানাচ্ছে। বিরোধী প্রার্থীরা গেলেই তাঁদের সঙ্গে মিষ্টি ব্যবহারে গল্প জুড়তেও দেখা যাচ্ছে তৃণমূল কর্মীদের।

এবিষয়ে তৃণমূলের ব্লক সহ সভাপতি ভোলা সিং জানান, কোনও ঝামেলা বা দ্বন্দ্বে তাঁরা জড়াতে চান না। তিনি বলেন, 'আমরা সবাই চাই শান্তিপূর্ণ নির্বাচন। তাই সবাই যাতে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেন সেদিকে লক্ষ্য রাখাই আমাদের কর্তব্য। আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশেই আমরা বিরোধীদের মনোনয়ন কেন্দ্রে ফুল-জল দিয়ে স্বাগত জানাচ্ছি। আর ঝামেলা নয়, উন্নয়নের দমে ভোট হবে সালানপুর ব্লকে।'

আরও পড়ুন- মতুয়াগড়ে ধুন্ধুমার: জুতো পরে ঠাকুরবাড়ির মন্দিরে কারা? সাংঘাতিক অভিযোগ!

তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে সালানপুর ব্লকে তৃণমূলের জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ভোলা সিং। তাঁর কথায়, 'এত কাজ, এত উন্নয়ন! আমরা জানি সালানপুর ও বারাবনির মানুষ আমাদের সঙ্গে আছেন। তাই জয় সুনিশ্চিত তৃণমূলের।' রাজ্যের দিকে দিকে অশান্তির আবহে মনোনয়ন পর্ব চললেও সালানপুরের এই ব্লকে জোড়াফুলের নেতাদের এমন তৎপরতায় খুশি বিরোধীরাও। শাসকদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধী প্রার্থীরা।

bengal panchayat election 2023 West Bengal CONGRESS asansol panchayat election bjp tmc
Advertisment