Advertisment

'দুর্নীতিতে আষ্ঠেপৃষ্ঠে জড়িত শুভেন্দুও', গ্রেফতারের দাবিতে পথে নামছে তৃণমূল

সোমবার রাজ্যের তিন জায়গায় বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে পথে নামছে রাজ্যের শাসকদল।

author-image
IE Bangla Web Desk
New Update
Minister Birbaha Hansda filed complaint against Suvendu Adhikari at Jhargram police station

বিজেপির কায়দাতেই পদ্ম শিবিরকে বাণ মারার পদক্ষেপ তৃণমূলের।

এবার রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে গ্রেফতারের দাবি তৃণমূলের। সোমবার রাজ্যের একাধিক জায়গায় শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হবে বাংলার শাসকদল। সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে শুরু করে রাজ্যের তিন জায়গায় অবস্থান কর্মসূচি নিয়ে শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে সরব হবেন জোড়াফুলের নেতারা। শুধু তাই নয়, শুভেন্দুকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে আগামী মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে তৃণমূলের বেশ কয়েকজন প্রতিনিধি রাজ্যপালের সঙ্গেও দেখা করবেন।

Advertisment

এবার পাল্টা চাপ বাড়ানোর পথে তৃণমূলও। এসএসসি-র মাধ্যমে নিয়োগে রাজ্যের বিরুদ্ধে পাহাড়-প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। হাইকোর্টের নির্দেশে বেনিয়মে পাওয়া চাকরি যাচ্ছেও অনেকের। এরপর রাজ্য বিধানসভার সদ্য সমাপ্ত অধিবেশনে বঙ্গে চাকরি দুর্নীতিতে বিরোধী দলনেতার যুক্ত থাকার অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু রাজ্যের মন্ত্রী থাকাকালীন তাঁরই অঙ্গুলীহেলনে এক জেলার চাকরি অন্য জায়গায় হয়েছে বলে অভিযোগ এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দিন কয়েক আগে সারদাকর্তা সুদীপ্ত সেনও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হন। তাঁকে শুভেন্দু ব্ল্যাকমেল করতেন বলে অভিযোগ তোলেন জেলবন্দি সুদীপ্ত সেন।

আরও পড়ুন- CAA নিয়ে বঙ্গ বিজেপিতে অসন্তোষ, তার মধ্যেই শুভেন্দুর মুখে NRC-র চড়া দাবি

বিরোধী দলনেতার বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় এবার আর হাত গুটিয়ে বসে থাকতে নারাজ রাজ্যের শাসকদল। বিজেপির উপর এবার পাল্টা চাপ বাড়ানোর কৌশল জোড়াফুলের। শনিবার তৃণমূলের তরফে শুভেন্দুর বিরুদ্ধে পথে নামার কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার থেকেই রাজ্যের বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে স্বর চড়া করবেন শসাকদলের নেতারা। সোমবার রাজ্যের তিন জায়গায় একই সময়ে অবস্থান বিক্ষোভ করে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের গ্রেফতারের দাবি জানাবে তৃণমূল।

সোমবার বেলা ৩টেয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে যুব তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচিতে থাকবেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সায়নী ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ দলের অন্য নেতারা। অন্যদিকে ওই একই সময়ে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতেও শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে পথে নামবে তৃণমূল। হলদিয়ার বিক্ষোভে থাকবেন মানস ভুঁইয়া, শিউলি সাহা ও রাজীব বন্দ্যোপাধ্যায়রা।

অন্যদিকে, কাঁথিতে শুভেন্দুর বাড়ির কাছেও আরও একটি বিক্ষোভ কর্মসূচি নিয়েছে শাসকদল। রাজ্যের মন্ত্রী অখিল গিরির নেতৃত্বে হবে সেই বিক্ষোভ। দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানাবেন শাসকদলের নেতারা। এরপর আগামী মঙ্গলবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে গ্রেফতারের দাবিতে রাজভবনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।

Suvendu Adhikari bjp tmc
Advertisment