মোদী সরকারের বিরুদ্ধে এবার আন্দোলনে মহিলা তৃণমূল কংগ্রেস। কলকাতার রেড রোডে গান্ধী ধর্নায় পাদদেশে চন্দ্রিমা ভটাটাচার্য, শশী পাঁজা, কৃষ্ণা চক্রবর্তীরা। লাগাতার ৪৮ ঘন্টার এই কর্মসূচিতে ধর্নায় মঞ্চেই থাকবেন বলে জানিয়েছেন চন্দ্রিমাদেবী।
Advertisment
উত্তর ২৪ পরগনার বাগদায় বিএসএফের হাতে মহিলা লাঞ্ছনা অভিযোগে আগেই সরব হয়েছিল রাজ্যের শাসক দল। এছাড়া, বিলকিস বানোর ১১ ধর্ষণকারীকেও সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে। নারী সুরক্ষার প্রশ্নে এই ইস্যুতেও মুখ খুলেছিল তৃণমূল। মূলত এই দুই বিষয়ের প্রতিবাদেই টানা ৪৮ ঘন্টা ধর্নায় বসেছে মহিলা তৃণমূল কংগ্রেস।
ধর্না মঞ্চ থেকে বিধায়ক শশী পাঁজা বলেছেন, 'অনেক সময় বাংলাদেশ থেকে মহিলারা কাঁটা তার পেরিয়ে এপারে আসতে চাইছেন। এটা নিশ্চয়ই অপরাধ। কিন্তু সেটা ঠেকাতে এই অত্যাচার মেনে নেওয়া যায় না। শারীরিক নির্যাতন, তাঁর ছোট বাচ্চার সামনে। এটা কি তাঁর শাস্তি? এর দায় স্বরাষ্ট্রমন্ত্রীকেই দায় নিতে হবে।'
চন্দ্রিমা ভট্টাচার্যের প্রশ্ন, 'বিলকিস বানোর হত্যাকারীদের সরকার ছেড়ে দিল। এটা কী মহিলাদের প্রতি প্রকৃত সম্মান? বিএসএফ নিরাপত্তা দেয়, কিন্তু বাগদায় যা ঘটেছে সেই নক্কারজনক ঘটনার পর বিএসএফের হাতে নারীরা কতটা নিরাপদ তা নিয়েই প্রশ্ন রয়ে যাচ্ছে। এই ঘটনা তো উত্তরপ্রদেশেও দেখা গিয়েছিল। বিজেপি নারী সুরক্ষার কথা বলে। এটাই কী তার নমুনা?'
এর আগে মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল মহিলা তৃণমূল কংগ্রেস।