Advertisment

WB By Election Results: উপনির্বাচনেও সবুজ ঝড়! BJP-র থেকে ৩ কেন্দ্র ছিনিয়ে নিল তৃণমূল, মানিকতলাও জোড়াফুলেরই

By Poll Results: তিনটি বিধানসভা আসনই হাতছাড়া গেরুয়া শিবিরের। বিজেপির থেকে রায়গঞ্জ, বাগদা ছিনিয়ে নিল তৃণমূল। বিজেপির রানাঘাট দক্ষিণও এবার তৃণমূলের দখলে চলে গেল। মতুয়াগড়ে বিজেপির বিপর্যয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc won in 4 seats in wb assembly by elections 2024, উপনির্বাচনে চার কেন্দ্রে জয়ী তৃণমূল

WB By Election Results: উপনির্বাচনেও বাজিমাত তৃণমূলের।

Tmc won in 4 seats in wb assembly by elections: চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের বিরাট জয়, বিজেপির বিপর্যয়। লোকসভার পর বাংলায় ফের হার বিজেপির। উপনির্বাচনের লড়াইয়ে ৪-০ ব্যবধানে জয়ের পথে তৃণমূল। লোকসভা ভোটেও তিনটি আসনে এগিয়েছিল BJP। এবার তিনটি বিধানসভা আসনই হাতছাড়া গেরুয়া শিবিরের। বিজেপির থেকে রায়গঞ্জ, বাগদা ছিনিয়ে নিল তৃণমূল। বিজেপির রানাঘাট দক্ষিণও এবার তৃণমূলের দখলে চলে গেল। মতুয়াগড়ে বিজেপির বিপর্যয়।

Advertisment

রায়গঞ্জে প্রথমবার জয় পেল তৃণমূল। রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী। প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এর আগে দল বদলে বিজেপিতে গিয়েছিলেন কৃষ্ণ। লোকসভা ভোটের আগে তৃণমূলে ফিরে টিকিট পেয়েছিলেন। লোকসভা ভোটে তিনি হেরে গিয়েছিলেন বিজেপির কাছে। তবে তাঁর ওপর আস্থা হারায়নি দল। বিধানসভা উপনির্বাচনে আবারও কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মান রাখলেন কৃষ্ণ।

বাগদায় একুশের নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। উপনির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছিল ঠাকুরবাড়ির সদস্য তথা মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। মধুপর্ণার বাগদা কেন্দ্র থেকে জয় সময়ের অপেক্ষা মাত্র। ৩৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। যদিও সরকারি ঘোষণা এখনও হয়নি।

আরও পড়ুন- WB By Election Result Live Update: উপনির্বাচনে বাংলায় সবুজ সুনামি! তিন কেন্দ্রে বিরাট জয়, ধুয়ে মুছে সাফ বিজেপি

অন্যদিকে, রানাঘাট দক্ষিণেও জয় তৃণমূলের। সরকারি ঘোষণা না হলেও ভোট গণনার একেবারে শেষ পর্যায়ে দেখা যাচ্ছে ৩৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের মুকুটমণি অধিকারী। তার জয়ও প্রায় নিশ্চিত বলা চলে। কলকাতার মানিকতলা কেন্দ্রেও সবুজ সুনামি। উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী প্রয়াত প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে।

By Election Results West Bengal bjp tmc
Advertisment