/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_681fe9.jpg)
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
রণক্ষেত্র মন্তেশ্বর! পরিস্থিতি সামলাতে হিমশিম দশা পুলিশের। ভোটের দিন দুপুরে উত্তেজনা ছড়াল মন্তেশ্বরে। সেখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এমনকী তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন বেশ কিছু তৃণমূল কর্মী। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলেই অভিযোগ। ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'বিজেপি কর্মীদের মারা হয়েছে, এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। পুলিশ দাঁড়িয়ে দেখছিল। যেই আমি এসেছি সব পিলপিল করে বেরিয়ে এসেছে'। রাজ্যপুলিশ দাঁড়িয়ে মজা দেখছে তাদের কোন ভূমিকা নেই বলেও ক্ষোভে ফেটে পড়েন তিনি।
সোমবার সকাল থেকে মোটের উপর শান্তিতেই চলছিল বর্ধমান -দুর্গাপুর কেন্দ্রের ভোট। সকালেই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এবং বিজেপির দিলীপ ঘোষ একে অপরকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে। সৌজন্যমূলক রাজনীতির এক নিখুঁত নিদর্শন হয়ে উঠে সেই মুহূর্ত। কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠে।
TMC goons has taken to massive stone pelting at Monteswar on Candidate Shri. Dilip Ghosh. All Media Vehicles has been vandalized. Others have suffered through serious injuries. pic.twitter.com/TESwjw6baQ
— Sudhanidhi Bandyopadhyay (@SudhanidhiB) May 13, 2024
মন্তেশ্বরের তুল্লাবাজারে দিলীপ ঘোষকে দেখেই গো-ব্যাক স্লোগান তোলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। দেওয়া হয় জয় বাংলা স্লোগানও। দিলীপ ঘোষকে আটকানোরও চেষ্টা করা হয়। কিন্তু তিনি এগোতেই ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ এরপরেই দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। তাতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক সংবাদ মাধ্যমের গাড়িও। এদিকে দিলীপ ঘোষের উপর চড়াওয়ের ঘটনায় সক্রিয় কমিশন। দিল্লি থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ফোনে গোটা ঘটনা জানতে চাওয়া হয়েছে পাশাপাশি এই ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন কমিশনের কর্তারা।