'আন্তর্জাতিক অপরাধীই তৃণমূল কর্মী', তোলপাড় ফেলা অভিযোগ কেন্দ্রীয়মন্ত্রী নিশীথের, পাল্টা খোঁচা শাসকের

শাসক-বিরোধী টানাপোড়েন এবার সীমান্ত ছাড়ালো।

শাসক-বিরোধী টানাপোড়েন এবার সীমান্ত ছাড়ালো।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata_Nitish

নিজের দাবির পক্ষে কী প্রমাণ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক?

পঞ্চায়েত প্রার্থী আসলে আন্তর্জাতিক অপরাধী! বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

Advertisment

কোচবিহারের গীতলদহে গুলিতে নিহত বাবু হক বাংলাদেশের নাগরিক। সাংবাদিক বৈঠক করে বুধবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহারের সাংসদ বলেছেন, 'নিহতের ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে। ভারতের আধার কার্ডে ওর নাম রয়েছে বাবু রহমান। আর বাংলাদেশে ভোটার কার্ডে নাম আব্দুর রহমান। সে আন্তর্জাতিক অপরাধী। তাঁকে না কি বাংলাদেশ ও রাজ্য পুলিশও গ্রেফতার করেছিল।'

পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নিশীথের অভিযোগ, 'একজন আন্তর্জাতিক অপরাধী তৃণমূলের কর্মী। আর তাঁর খুনের অভিযোগ বিজেপিক ঘাড়ে চাপানো হচ্ছে।'

এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাল্টা দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কটাক্ষের সুরে তিনি বলেন, 'যদি বাংলাদেশের নাগরিক এদেশে এসে বসে থাকে তাহলে সেটা স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতা। তাদের জবাবদিহি করা উচত। আমাদের দুর্ভাগ্য এরকম মূর্খ একজন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।'

Advertisment

আরও পড়ুন- এনআইএ হানা, নব জোয়ারের মাধ্যমে বাছাই তৃণমূল প্রার্থীর বাড়িতে উদ্ধার বিপুল বিস্ফোরক!

গত ১৭ দিনে কোচবিহারে ৬বার গুলি চলেছে বলে অভিযোগ। শেষপর্যন্ত গীতালদহের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘিরে চরমে রাজনৈতিক চাপানউতোর।

panchayat election 2023 Nishith Pramanik tmc