গণতন্ত্রের উৎসবের বলি আরও ১। ভোট মিটতেই গতকাল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তুমুল সংঘর্ষে জড়ায় আরএসপি ও তৃণমূল। সেই সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন আজহার লস্কর নামে এক তৃণমূলকর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার ভোররাতে হাসপাতালে মৃত্যু তৃণমূলকর্মীর।
রাজ্যে ভোট হিংসার বলি বেড়ে ৩৬। শুধু গতকালই পঞ্চায়েত ভোট ঘিরে একাধিক হিংসায় ১৬ জনের মৃত্যু হয়। ভোটের পরের দিন অর্থাৎ আজ ভোরে মৃত্যু আরও এক ব্যক্তির। বাসন্তীতে গতকাল ভোটের পর আরএসপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। ব্যালটবক্স লুঠের অভিযোগ ঘিরে দু'পক্ষের গণ্ডগোল চরম আকার নেয়।
আরও পড়ুন- ভোটে লাগামছাড়া হিংসা, রাজ্যকে পিষে ‘সাংঘাতিক’ অভিযোগ শুভেন্দুর
সেই সংঘর্ষে জখম হন উভয়পক্ষেরই বেশ কয়েকজন। তাঁদের মধ্যে তৃণমূলকর্মী আজহার লস্করের শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসা চলাকালীন রবিবার ভোররাতে হাসপাতালে মৃত্যু হয় ওই তৃণমূলকর্মীর। এই নিয়ে ভোট হিংসায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৬।