এবারের পঞ্চায়েত ভোটে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে বাংলার একটি বড় অংশ। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরের দিন থেকেই খুন, মারামারি, সংঘর্ষে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে কার্যত মৃত্যুর সেই মিছিল যেন থামছেই না। ফের এক তৃণমূলকর্মীর মৃত্যু হাসপাতালে। কলকাতার এনআরএস হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু মুর্শিদাবাদের এক তৃণমূলকর্মীর।
ভেটা ঘিরে বেলাগাম সন্ত্রাস দেখেছে বাংলা। রাজনৈতিক হানাহানাতিতে শাসকদল তৃণমূল থেকে শুরু করে বিরোধী বিজিপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ কর্মীদের প্রাণ গিয়েছে। এবার সেই তালিকায় ফের আরও একটি নাম জুড়ল। এই নিয়ে গত ৩৭ দিনে ভোটের বলি হতে হল ৪৯ জনকে। এবার মৃত্যু মুর্শিদাবাদের তৃণমূলকর্মী সইবুর রহমানের। কলকাতার এনআরএস হাসাপতালে চিকিৎসা চলছিল তাঁর।
আরও পড়ুন- তুমুল বৃষ্টিতে ধুয়ে যাবে জেলার পর জেলা! আজই তুফানি বদল আবহাওয়ায়!
সেখানেই শুক্রবার তাঁর মৃত্যু হয়েছে। গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচবের দিন ভোট দিতে যাচ্ছিলেন তৃণমূলকর্মী সইবুর রহমান ও তাঁর ভাই মইদুল। সেই সময়ে ব্যাপক বোমাবাজি শুরু হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কোপানো হয় বলে অভিযোগ। কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে তৃণমূল। গুরুতর জখম হন সইবুর ও তাঁর ভাই। গত মঙ্গলবার তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি ছিলেন সইবুর। শুক্রবার তাঁরও মৃত্যু হয়েছে।
আরও পড়ুন- ‘জিতলেই টাকা, তাই এত মারামারি-ভাঙচুর!’ পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে নজিরবিহীন মন্তব্য বিচারপতির
নজিরবিহীন সন্ত্রাসের বাতাবরণে মিটেছে পঞ্চায়েত ভোট পর্ব। দিকে-দিকে বোমাবাজি, গুলি, সংঘর্ষে মৃত্যু মিছিল দেখেছে বাংলা। বহু জায়গায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে বিরোধীরা। এর উল্টোও ঘটেছে একাধিক এলাকায়। সব মিলিয়ে সস্ত্রাস-পাল্টা সন্ত্রাসে ভোট পর্ব মিটেছে। তবে এখনও বেশ কিছু এলাকার পরিস্থিতি থমথমে।