উত্তপ্ত দিনহাটা। ওকরাবাড়িতে ১ নম্বর ব্লকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। চোখের পাশে গুলি লেগে জখম লিপটন হক। যদিও পুলিশের দাবি, লাঠির মারেই গুরুতর আহত হয়েছেন লিপটন। জানা গিয়েছে লিপটন হক ২৫৩ নম্বর বুথের সম্ভাব্য তৃণমূল প্রার্থীর ভাই। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলের কাছ থেকেই থেকে বোমা উদ্ধার হয়েছে।
কারা এই তাণ্ডব চালালো? লিপটনের পরিবারের দাবি, হাজির বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন লিপটন। সেই সময় তার উপর আক্রমণ করা হয়। পরে বোমাবাজিও হয়। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে, ২৫৩ নম্বর বুথের সম্ভাব্য তৃণমূল প্রার্থীর ভাই লিপটনকে গুলি মেরেছে ওই বুথের তৃণমূল আরেক গোষ্ঠীর লোকেরা। অভিযোগ, প্রার্থী হতে আগ্রহী অপর গোষ্ঠীর নেতাকে পাশের ২৫২ নম্বর বুথে মনোনয়ন দিতে চাইছে দল। তাই এই হিংসা। অর্থাৎ, মনোনয়ন ঘিরে কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি এবারও প্রকাশ্যে।
প্রথমে জখম লিপটনের চিকিৎসা দিনহাটা মহকুমা হাসপাতালে শুরু হয়েছিল। পরে তাঁকে কোচবিহারের বেসরকারি এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন- পঞ্চায়েতের মনোনয়নে হিংসা: শেষমেষ মুখ খুললেন অভিষেক, তৃণমূলকে কী বার্তা?
সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া এই ঘটনার সঙ্গে দলকে জড়াতে নারাজ। তিনি বলেছেন, 'বাজারের দোকান নিয়ে ঝামেলার কারণে গন্ডগোল হয়েছে। ব্যক্তিগত ঝামেলা। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।'
তবে বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর দাবি, 'পঞ্চায়েতকেও চোরের আখড়া তৈরি করেছে তৃণমূল। আগামী দিনে এরকম আরও ঘটনা ঘটবে। বিরোধীদের বিরুদ্ধে যে অত্যাচার চলছে পঞ্চায়েত ভোটে মানুষ তার জবাব দেবে।'
আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েতের প্রার্থী তালিকা ঘোষণা করেনি তৃণমূল। কিন্তু তা সত্ত্বেও প্রার্থী হওয়া ও মনোনয়ন ঘিরে অতীতের মতই তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্ব তুঙ্গে উঠছে। উল্লেখ্য, প্রতিবারই ভোট এলে উত্তপ্ত হয় দিনহাটা। এবারও তার অন্যথা হল না। এই দিনহাটা থেকেই নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়য়। সেই দিনহাটাতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেশ ইঙ্গিতবাহী।