Advertisment

Post Poll Violence: ভোট মিটলেও মিটছে না হিংসা! বাইক আটকে পরপর গুলি, নৃশংস পরিণতি তৃণমূলকর্মীর

Post Poll Violence in West Bengal: এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচন মেটার পরেও একটানা কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা চলে। কখনও শাসকদল কখনও আবার বিরোধীদের বিরুদ্ধে হামলা-মারধরের অভিযোগ ওঠে। এবারও আশঙ্কা ছিলই। ভোট পর্ব মিটতেই রাজ্যের দিকে বেড়েই চলেছে অশান্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC Worker Killed in Murshidabad

Murshidabad Medical College & Hospital: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল।

TMC Worker Killed: ভোট পর্ব মিটে গিয়ে কেন্দ্রে নতুন সরকারও গঠন হয়ে গিয়েছে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র দামোদরদাস মোদী। বাংলাও পেয়েছে দুই কেন্দ্রীয় মন্ত্রীকে। এসবের পরেও ভোট পরবর্তী অশান্তি কিছুতেই মিটছে না বঙ্গে। এবার রাজ্যে ভোট পরবর্তী হিংসার বলি তৃণমূলের এক কর্মী।

Advertisment

ফের খুন মুর্শিদাবাদের। এবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার গজনীপুরে গুলিবদ্ধ হয়ে খুন তৃণমূল কর্মী। রবিবার রাতে বাইকে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী সনাতন ঘোষ। অভিযোগ, বাড়ি ফেরার পথে একটি ফাঁকা জায়গা তাঁর মোটরবাইক দাঁড় করায় জনাকয়েক দুষ্কৃতী। খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পর পর বেশ কয়েকটি গুলি চালায় দুষ্কৃতীরা।

গুলির আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে যান এলাকায়। ততক্ষণে পগার পার দুষ্কৃতীদের দল। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন তৃণমূল কর্মী সনাতন ঘোষ। তড়িঘড়ি তাঁকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তবে তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন- West Bengal Assembly By Election: ভোট মিটতেই ফের ভোট বাংলায়! রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা

এদিকে এই খুনের ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাদের দলের কর্মীকে খুন করেছে বলে অভিযোগ শাসকদলের। এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া দল।

ভোট পরবর্তী হিংসা কিছুতেই মিটছে না বাংলায়। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচন মেটার পরেও একটানা কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা চলে। কখনও শাসকদল কখনও আবার বিরোধীদের বিরুদ্ধে হামলা-মারধরের অভিযোগ ওঠে। এবারও আশঙ্কা ছিলই। ভোট পর্ব মিটতেই রাজ্যের দিকে বেড়েই চলেছে অশান্তি।

আরও পড়ুন- Digha: পর্যটকদের জন্যই অভূতপূর্ব বন্দোবস্ত দিঘায়! যুগান্তকারী এই উদ্যোগের দুরন্ত প্রশংসা!

শুধু জেলাতেই নয়, শহর কলকাতাতেও ভোট পরবর্তী হিংসা জারি রয়েছে। দক্ষিণ কলকাতার কসবায় তৃণমূলের দুই কাউন্সিলের অনুগামীরা সংঘর্ষে জড়িয়েছিলেন। কলকাতা পুরসভার ১০৭ ও ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা সংঘর্ষে জড়ান। গভীর রাতে সেই সংঘর্ষে বোমাবাজি চলে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- Kolkata Weather Today: জ্বালাপোড়া গরমে সেদ্ধ দক্ষিণবঙ্গ! আদৌ দিন সাতেকে ঢুকবে বর্ষা? জানুন লেটেস্ট আপডেট

tmc bjp Murder West Bengal Post Poll Violence in Bengal
Advertisment