Advertisment

ফের খুন, আবারও রক্তের 'হোলি' বাংলায়! এবার গুলিতে ঝাঁঝরা তৃণমূলকর্মী

ফের খুন, পঞ্চায়েত ভোটের আগে ফের রক্তে ভিজল বাংলা।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc worker murdered at south 24 pgs basanti

হাসপাতালে শোকার্ত পরিবার।

ফের খুন, পঞ্চায়েত ভোটের আগে ফের রক্তে ভিজল বাংলা। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই খুন বলে দাবি। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। এক তৃণমূলকর্মীকে গুলি করে খুনের অভিযোগ। দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisment

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে এই নিয়ে এখনও পর্যন্ত ১২ জন খুন হয়েছেন। শনিবার রাতে বাসন্তীর ফুল মালঞ্চ পঞ্চায়েতের সোপানের মোড়ের কাছে খুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশেই পড়েছিলেন ওই ব্যক্তি। স্থানীয়রা কাছে যেতেই রক্তাক্ত অবস্থায় জিয়ারুল মোল্লা নামে ওই তৃণমূলকর্মীকে কাতরাতে দেখেন। অভিযোগ, গুলি করে খুন করা হয়েছে তাঁকে। ওই ব্যক্তির পাশে গুলির খোল দেখা গিয়েছিল।

আরও পড়ুন- প্রচারে গিয়ে মহা ফ্যাসাদে তৃণমূল বিধায়ক, গ্রামবাসীদের চাপে হাঁটলেন হাঁটু-কাদা রাস্তায়

এরপরেই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের ছেলে মিজানুর মোল্লার অভিযোগ, রাজনৈতিক শত্রুতার জেরে তাঁর বাবাকে খুন করা হয়েছে। তিনি সরাসরি মাদার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন। নিহতের ছেলের অভিযোগ, বিভিন্ন সময় তাঁর বাবাকে একাধিক ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হতো। তাঁর বাবা যুব তৃণমূল করতেন।

আরও পড়ুন- মুখোমুখি শোভন-রত্না! দেখা মাত্রই শুরু কলতলার ঝড়গা, চুপ করে সাক্ষী বৈশাখী

সেই কারণেই দলেরই অন্য গোষ্ঠী তাঁকে খুন করেছে বলে অভিযোগ নিহতের ছেলের। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন পুলিশের আধিকারিকরা। সব দিক খতিযে দেখেই তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

panchayat election 2023 bengal panchayat election 2023 Murder tmc West Bengal South 24 Pgs
Advertisment