ফের অশান্ত ভাটপাড়া, চপার দিয়ে কুপিয়ে খুন তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি

রাতভর বোমাবাজির জেরে উত্তপ্ত হয় এলাকা, বিজেপি যোগ অস্বীকার করেছেন অর্জুন সিং।

রাতভর বোমাবাজির জেরে উত্তপ্ত হয় এলাকা, বিজেপি যোগ অস্বীকার করেছেন অর্জুন সিং।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভাটপাড়ায় ফের অশান্তি। গভীর রাতে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগে ব্যাপক গন্ডগোল। তুমুল বোমাবাজি বুধবার রাতভর। বৃহস্পতিবার থমথমে পরিবেশ এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক হিংসার বলি ওই যুবক। এই ঘটনায় সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছে শাসকদল।

Advertisment

পুলিশ জানিয়েছে, আকাশ প্রসাদ নামে ওই যুবক স্থানীয় শহর প্রেসিডেন্ট সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ। অভিযোগ, বুধবার রাতে জগদ্দলের পালঘাট রোড এলাকায় চপার দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় বছর চব্বিশের আকাশকে। তারপর এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। রাতভর বোমাবাজির জেরে উত্তপ্ত হয় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জগদ্দল থানার বিশাল পুলিশবাহিনী। ওই তৃণমূল কর্মীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন বিজেপির বুথ সম্পাদককে পিটিয়ে হত্যার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

আকাশের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে তাঁর পরিবার। ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন সোমনাথ শ্যাম। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। বিজেপি নেতার দাবি, মৃত যুবক একজন দাগী দুষ্কৃতী। তৃণমূল করত কি না তাঁর জানা নেই। তবে এই খুনের সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। অর্জুন সিং এই খুনকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবে দাবি করেছেন। তবে তিনি এও বলেছেন, দোষীদের গ্রেফতার করলেই সব পরিষ্কার হয়ে যাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bhatpara tmc bjp Arjun Singh