Advertisment

বাঁশ ঝাড়ে তৃণমূল, বিরোধীদের মোকাবিলায় 'সাংঘাতিক' তৎপরতা

বাম-বিজেপি-কংগ্রেসের মোকাবিলায় এবার পাল্টা 'যুদ্ধের ডাক' তৃণমূলের।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc workers cuts bamboo to prevent attacks

সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ছবি।

বাম-বিজেপি-কংগ্রেসের মোকাবিলায় এবার পাল্টা 'যুদ্ধের ডাক' তৃণমূলের। বিরোধীদের মোকাবিলায় এবার বাঁশ হাতে রাস্তায় নামবেন শাসকদলের কর্মীরা? এমনই হুমকি মালদার হরিশ্চন্দ্রপুরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে চর্চা তুঙ্গে।

Advertisment

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও-য় বেশ কয়েকজন যুবককে একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে দেখা যাচ্ছে। বাঁশঝাড়ের পাশে সারি দিয়ে রাখা আছে কাটা বাঁশ। এলাকাটি মালদার হরিশ্চন্দ্রপুরের রাঙাইপুর বলে দাবি করা হচ্ছে। এলাকার বিজেপি-কংগ্রেস ও বামকর্মীদের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে হামলার অভিযোগ তুলছেন তৃণমূলকর্মীরা। হামলার মোকাবিলাতেই তাঁদের এই উদ্যোগ বলে তাঁরা জানিয়েছেন।

আরও পড়ুন- ‘কাশ্মীর ঠাণ্ডা করেছি, তো কোথায় যাদবপুর’, দিলীপের চাঁচাছোলা মন্তব্যে বিতর্ক

যদিও সেই ভিডিও-র সত্য যাচাই করেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। পঞ্চায়েত ভোটের পর থেকে এলাকায় বিজেপি কংগ্রেস এবং সিপিএম মিলে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ শাসকদলের। তাদের প্রতিরোধ করতেই পাল্টা এবার কোমর বেধেছে তৃণমূল।

উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় কেটে রাখা বাঁশের টুকরোর ছবি দিয়ে একইভাবে প্রতিরোধের ডাক দিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর সেই ফেসবুক পোস্ট ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল।

Maldah West Bengal CONGRESS CPIM bjp tmc
Advertisment