প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার ইডির নজরে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। অভিনেত্রীকে তলব করল ইডি। শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নোটিসে। মঙ্গলবার তাঁকে নোটিস পাঠায় ইডি।
সূত্রের খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ের তদন্তে নাম উঠে এসেছে সায়নীর নাম। সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর, এমনটাই দাবি ইডির। সেই প্রসঙ্গে যুব সভানেত্রীকে জেরা করতে চায় ইডি।
চলতি বছরের মার্চ মাসে কুন্তলের সঙ্গে পরিচিতি থাকায় ইডির নজরে এসেছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। কুন্তলের টাকায় গাড়ি কিনেছিলেন তিনি। তা নিয়ে গোয়েন্দাদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। ইডির হাতে কুন্তলের গ্রেফতারির পর তাঁর এক ঘনিষ্ঠের সঙ্গে যোগসূত্র মেলে বনির প্রেমিকা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের।
আরও পড়ুন বেশ কয়েকজন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে, ২৪ এপ্রিল রাজ্যসভা নির্বাচন
কুন্তল ‘ঘনিষ্ঠ’ সোমা চক্রবর্তীর নেল পার্লারে মডেলিংয়ের কাজ করেছিলেন অভিনেত্রী। এর পর নাম আসে বনিরও। কুন্তল জেরার মুখে ইডি আধিকারিকদের কাছে দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে বাজার থেকে তোলা টাকার মধ্যে তিনি বনিকে ৪০ লক্ষ দিয়েছিলেন গাড়ি কিনতে।
তবে পরে গাড়ি কেনার সেই ৪০ লক্ষ টাকা কুন্তলের অ্যাকাউন্টে ফেরত দিয়ে নিস্তার পান বনি। এবার টলিউডের আরেক অভিনেত্রী সায়নী ঘোষ ইডি-র নজরে। শুক্রবার সিজিও কমপ্লেক্সে তিনি যান কি না সেটাই দেখার।