ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এবার পথে তৃণমূলের ছাত্র-যুবরা। শহর কলকাতা-সহ জেলায়-জেলায় পথে নেমে প্রতিবাদ তৃণমূলের ছাত্র-যুবদের। ইডি-সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের।
অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরের দিনই পথে তৃণমূল। এদিন কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে কেন্দ্র-বিরোধী স্লোগান তুলে মিছিলে সামিল তৃণমূলের যুব নেতা-কর্মীরা। শুধু কলকাতাই নয়, কেন্দ্রের শাসকদলকে তুলোধনা করে জেলায়-জেলায় প্রতিবাদ মিছিল, বিক্ষোভ দেখায় তৃণমূল।
কলকাতায় আমহার্স্ট স্ট্রিট চত্বরে তৃণমূলের প্রতিবাদ মিছিল বের হয়। তৃণমূলের নেতৃত্বের দাবি, ''রাজনৈতিক স্বার্থে ইডি, সিবিআইকে ব্যবহার করছে বিজেপি। দুই এজেন্সিকে তোতাপাখির মতো কাজে লাগানো হচ্ছে।''
এদিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসেও প্রতিবাদ মিছিল বের করে টিএমসিপি। জেলাগুলিতেও কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় পথে নেমে মিছিল যুব তৃণমূলের। শিলিগুড়িতেও চলে প্রতিবাদ মিছিল। আজ ও আগামিকাল কেন্দ্রবিরোধী এই মিছিল চলবে জেলায়-জেলায়।
আরও পড়ুন- অনুব্রতর বাড়ি বয়ে গিয়ে চিকিৎসা, সুপার-সহ দুই চিকিৎসককে CBI নোটিশ
পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার অনুব্রত মণ্ডলও দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। এসএসসি দুর্নীতির অভিযোগ ইডি গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার হয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। তারই কয়েক সপ্তাহের মধ্যে এবার গরু চুরি মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। তবে কেন্দ্রের দুই সংস্থার কাজের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। রাজ্যের শাসকদলকে হেনস্থা করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৎপরতা নিচ্ছে ইডি, সিবিআই, এমনই অভিযোগ তৃণমূলের।