৯ অগস্ট রাতে যাদবপুরের হস্টেলের ঘরে ঠিক কী হয়েছিল? তা জানতে মরিয়া পুলিশ। এই পরিস্থিতিতে শুক্রবার যাদবপুরকাণ্ডে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সপ্তক কামিল্যাকে নিয়ে আসা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে। ধৃত সপ্তককে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই হস্টেলে ৯ অগস্ট রাতের ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। এই মামলায় গ্রেফতার আরও ৮ জনকেও একে একে পুলিশ হস্টেলে নিয়ে আসবে বলে জানা গিয়েছে।
লালবাজার থেকে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ তাঁকে হস্টেলে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। কোথায় কী ভাবে মৃত ছাত্রের ওপর নির্যাতন চালানো হয়েছিল তা পুলিশ আধিকারিকদের চিহ্নিত করে দেখান ওই ছাত্র। কোথায় বসে তাঁকে দিয়ে জোর করে চিঠিতে সই করানো হয়েছিল, কোন ঘরে ইন্ট্রো চলতো? তা ধৃতকে দেখাতে বলেন পুলিশকর্মীরা। সেই মতো ঘটনাস্থলগুলি ঘুরে দেখান ধৃত ছাত্র।
কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাশগুপ্তের নেতৃত্বে শুক্রবার পৌনে দু’টো নাগাদ শুরু হয়েছে যাদবপুরের মেন হস্টেলে ঘটনার পুনর্নির্মাণের কাজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেককে দিয়ে এই পুনর্নিমাণের প্রক্রিয়াটি শেষ হতে এক দিনের বেশি সময়ও লাগতে পারে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সপ্তক কামিল্যা। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরায়। এই মামলায় এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।