Advertisment

মারকাটারি স্পেল শীতের, কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন

কতদিন বজায় থাকবে এই কনকনে ভাব?

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: উষ্ণতার খোঁজে। ছবি- শশী ঘোষ

রাজ্যে ঢুকছে কনকনে উত্তুরে হাওয়া। ক্রমশ কমছে তাপমাত্রাও। ভোর ও রাতে রীতিমত কাঁপুনি ধরছে। কলকাতায় তাপমাত্রা এখনই ১৪ ডিগ্রিতে নেমেছে। স্বস্তিতে শীতপ্রেমী বঙ্গবাসী। কনকনে ঠান্ডায় শীত এবার জমে যাবে বলে আশা।

Advertisment

একদিনে প্রায় তিলোত্তমার পারদ প্রায় এক ডিগ্রি কমেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উষ্ণতার বিচারে আজই কলকাতার শীতলতম দিন। জেলায় জেলায়ও শীতের প্রভাব রয়েছে। ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে পশ্চিমের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তুরে হাওয়া ঢোকার পথে এখন আর কোনও বাধা নেই। নিম্নচাপ বিদায় নিয়েছে। ফলে আপাতত এই ঠান্ডা বজায় থাকবে, রাতের তাপমাত্রা বাড়ার তেমন আশঙ্কা নেই। স্বাভাবিকের নীচে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আগামী কয়েকদিন আর জমিয়ে ঠান্ডা পড়বে। বড়দিনটা শীতের আমেজেই কাটবে

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে আজ হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের নীচু এলাকায়। এমনকী বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামবে। পশ্চিমাঞ্চলে ১০-১১ ডিগ্রিতে নেমেছে পারদ। উপকূলের জেলাগুলি শুষ্ক আবহাওা বজায় থাকবে। ফুরফুরে শীতের আমেজে সোয়েটার, চাদর, শাল, কম্বল লেপেই আপাতত ভরসা বাঙালির।

weather today Kolkata Weather West Bengal Weather Today West Bengal Weather Forecast kolkata winter Weather Forecast
Advertisment